Home /News /national /
গণপ্রহার থেকে মুসলিম যুবককে বাঁচিয়ে নায়ক হলেন এই পুলিশ অফিসার

গণপ্রহার থেকে মুসলিম যুবককে বাঁচিয়ে নায়ক হলেন এই পুলিশ অফিসার

সোশ্যাল মিডিয়ায় ‘নায়ক’ গগনদীপ সিং ৷ ছবি: গগনদীপের ফেসবুক পেজের সৌজন্যে ৷

সোশ্যাল মিডিয়ায় ‘নায়ক’ গগনদীপ সিং ৷ ছবি: গগনদীপের ফেসবুক পেজের সৌজন্যে ৷

 • Share this:

  #দেরাদুন: গণপিটুনির হাত থেকে এক মুসলিম যুবককে বাঁচিয়ে সোশ্যাল মিডিয়ায় হিরো হলেন এক শিখ পুলিস অফিসার। উত্তরাখণ্ডের একটি ঘটনায় ওই শিখ পুলিস এক মুসলিম যুবককে বাঁচায়, তাঁরই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এরপর থেকেই ওই পুলিসের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

  গত মঙ্গলবার উত্তরাখণ্ডে, জিম করবেট ন্যাশনাল পার্কের কাছে রামনগর সংলগ্ন একটি মন্দিরের ঘটনা ৷ হিন্দু প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক মুসলিম যুবক৷ ওই যুবককে তাঁর প্রেমিকার সঙ্গে দেখে ফেলায় তাঁদের ক্রমাগত হেনস্থা করতে থাকে হিন্দু সংগঠনের সদস্যরা ৷ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবককে ঘিরে রয়েছে ক্ষিপ্ত জনতা ৷ উন্মত্ত জনতা যখন ওই মুসলিম যুবককে মারতে উদ্যত হন, তখন গগনদীপ তাঁকে বাঁচানোর জন্য জাপটে জড়িয়ে ধরেছিলেন ৷

  দেখুন সেই ভাইরাল ভিডিও

  আসলে ওই এলাকায় অশান্তির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন গগনদীপ সিং ৷ দেখেন ওই মুসলিম যুবককে মারার জন্য উন্মত্ত জনতার হাতে বড় বড় পাথর ৷ যার একটা শরীরে কোনও অংশে লাগলেই গভীর আঘাত লাগতে পারত ৷ সেই রকম কোনও ঘটনা যাতে না ঘটে, সেই কারণে চেষ্টার কোনও কসুর করেননি ওই পুলিশ অফিসার ৷ আর তাঁর সেই নায়কোচিত ব্যবহারের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ তাঁর এ হেন মানবিক আচরণে মুগ্ধ সোশ্যাল মিডিয়া ৷ সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘নায়ক’আখ্যাও দেওয়া হয়েছে ৷

  First published:

  Tags: Gagandeep Singh, Ramnagar, Sikh Police Officer, Social Media, গগনদীপ সিং

  পরবর্তী খবর