Kiara-Sidharth Wedding: প্রেমের মাসে মাখোমাখো প্রেম! বিয়ের পরে কিয়ারাকে চোখে হারাচ্ছেন সিদ্ধার্থ, নিজের চোখেই দেখুন ভিডিও
- Published by:Rachana Majumder
Last Updated:
Kiara Advani-Sidharth Malhotra Wedding: কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। সঙ্গে ধূসর রঙের শাল। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট, জিন্স, খয়েরি জ্যাকেট।
মুম্বই: প্রেমের মাসে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী। মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ নবদম্পতি বেশে প্রকাশ্যে এলেন তারকা জুটি। আর বুধবার সকালে উড়ে গেলেন দিল্লির পথে৷ তার আগে পোজ দিতে ভোলেননি অবশ্য দেখুন সেই ভিডিও৷
advertisement
advertisement
বুধবার নবদম্পতি দিল্লির উদ্দেশে রওনা দেন। তার আগে জয়সলমীর বিমানবন্দরে পারাজ্জিদের জন্য পোজ দেন তাঁরা। কিয়ারার পরনে ছিল একটি কালো টপ এবং কালো প্যান্ট। সঙ্গে ধূসর রঙের শাল। অন্যদিকে সিদ্ধার্থের পরনে ছিল সাদা শার্ট, জিন্স, খয়েরি জ্যাকেট।
advertisement
অন্যদিকে মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রাকে শুভেচ্ছায় ভরিয়ে তুললেন বলিউডের তারকা মহল। সামান্থা রুথ প্রভু থেকে শুরু করে মণীশ মালহোত্রা। নববধূ আথিয়া শেট্টি থেকে শুরু করে করিশ্মা কাপুর। বিক্রান্ত মাসে থেকে বাণী কাপুর।
advertisement
মণীশ মালহোত্রার ডিজাইন করা লহেঙ্গায় সেজে উঠেছেন বর-কনে। হালকা গোলাপি রঙে ঝলমল করছেন কিয়ারা। ঘিয়ে রঙা শেরওয়ানিতে বেশ মানিয়েছে দুলহে রাজাকে। মাথায় তাঁর পাগড়ি। অন্যদিকে কনের ওড়নাও হালকা গোলাপি রঙের। কিয়ারার গলায় ও কানে সবুজ পাথরের গয়না। শেরশাহ' ছবি থেকে সফর শুরু। সাতপাক ঘুরে এ বার নতুন সংসার শুরু করছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 6:56 PM IST