Siddharth Mallya Gets Engaged: হাঁটু মুড়ে বসে প্রোপোজ প্রেমিকাকে, হ্যালোউইন পার্টিতে বাগদান বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থের

Last Updated:

Siddharth Mallya Gets Engaged: হ্যালোউইন পার্টিতে এনগেজড হলেন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া

হ্যালোউইন পার্টিতে এনগেজড হলেন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া
হ্যালোউইন পার্টিতে এনগেজড হলেন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া
হ্যালোউইন পার্টিতে এনগেজড হলেন বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া। পার্টিতে হাঁটু মুড়ে বসে প্রেমিকা জেসমিনকে প্রোপোজ করছেন তিনি-এই ছবি ইনস্টাগ্রামে বুধবার পোস্ট করেছেন সিদ্ধার্থ। তাঁর বাগদানের ছবিতে এসেছে অগণিত শুভানুধ্যায়ীর শুভেচ্ছাবার্তা। ভবিষ্যত জীবনের জন্য এসেছে অভিনন্দন।
দু’টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিদ্ধার্থ। প্রথম ছবিতে দেখা যাচ্ছে প্রেমিকা জেসমিনকে হাঁটু মুড়ে বসে প্রেম নিবেদন করে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বিজয়-পুত্র। দ্বিতীয় ছবিতে হাসিমুখে ফ্রেমবন্দি হয়েছেন সিদ্ধার্থ এবং জেসমিন। সেখানে জেসমিনের আঙুলে জ্বলজ্বল করছে এনগেজমেন্ট রিং।
পেশায় অভিনেতা তথা মডেল সিদ্ধার্থর জন্ম আমেরিকার লস অ্যাঞ্জলসে। তাঁর বড় হয়ে ওঠা লন্ডনে। সেখানে ওয়েলিংটন কলেজ অ্যান্ড কুইন মেরি ইউনিভার্সিটি থেকে পড়াশোনার পর সিদ্ধার্থর গন্তব্য ছিল রয়্যাল সেন্ট্রাল স্কুল অব স্পিচ অ্যান্ড ড্রামা। ড্রামা স্কুল থেকে স্নাতক হওয়ার পর মডেল তথা অভিনেতা হিসেবে কাজ শুরু করেন সিদ্ধার্থ। একাধিক ছবি ও টেলিভিশন শো-এ দেখা গিয়েছে তাঁকে। অনলাইন ভিডিও শো সঞ্চালনার পাশাপাশি মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ‘গিনেস’ সংস্থায়।
advertisement
advertisement

View this post on Instagram

A post shared by Sid (@sidmallya)

advertisement
অন্যদিকে সিদ্ধার্থর বাবা শিল্পপতি বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি আইডিবিআই ব্যাঙ্কের ৯০০ কোটি টাকার ঋণ না মিটিয়েই দেশ ছেড়ে পালিয়েছিলেন। ইউবি-র প্রাক্তন কর্ণধার মালিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগে সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্ত করছে। ২০১৯ সালে মুম্বইয়ের একটি বিশেষ আদালত তাঁকে ‘পলায়নকারী’ বলে ঘোষণা করে। আদালত কাউকে ‘পলায়নকারী’ বলে ঘোষণা করলে তদন্তকারী সংস্থা সেই ব্যক্তির যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে।
advertisement
এহেন বিতর্কিত তথা বর্ণময় ব্যক্তিত্ব বিজয় মালিয়ার প্রথম বিয়ের সন্তান সিদ্ধার্থ। আপাতত বিতর্ক থেকে দূরে তিনি গাঁটছড়া বেঁধে নতুন জীবন শুরুর স্বপ্নে মশগুল।
বাংলা খবর/ খবর/দেশ/
Siddharth Mallya Gets Engaged: হাঁটু মুড়ে বসে প্রোপোজ প্রেমিকাকে, হ্যালোউইন পার্টিতে বাগদান বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement