মুখ্যমন্ত্রী হয়েও মোদি-শাহ জুটির কাছে মানরক্ষা হল না সিদ্দারমাইয়ার

Last Updated:

২০০৮ সালে ভোটে জিতে কর্ণাটকের ক্ষমতায় আসে বিজেপি ৷ নির্বাচনে জেতার পরই প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন ইয়েদুরাপ্পা ৷ কিন্তু এরপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি ৷

#বেঙ্গালুরু: ২০০৮ সালে ভোটে জিতে কর্ণাটকের ক্ষমতায় আসে বিজেপি ৷ নির্বাচনে জেতার পরই প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন ইয়েদুরাপ্পা ৷ কিন্তু এরপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ অবশেষে, দুর্নীতির অভিযোগের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ইয়েদুরাপ্পা ৷  ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে ইয়েদুরাপ্পার লড়াই বেশ কঠিন হতে পারে বলে আশঙ্কা করেছিল বিজেপি ৷ কারণ ইয়েদুরাপ্পার বিপরীতে রয়েছেন সিদ্দারমাইয়া ৷ যিনি নিজেকে কর্ণাটকের নেতা হিসেবে ঘোষণা করেছেন বারবার ৷ যদিও সেই সমস্ত আশঙ্কা সত্যি করেই অবশেষে কংগ্রেস জমানার অবসান ঘটিয়ে কর্ণাটকেও পদ্ম ফুল ফোটাতে সক্ষম হল মোদি-শাহ জুটি ৷
রাজ্যের ক্ষমতা নিজেদের দখলে রাখার জন্য সিদ্দারমাইয়া কোনও চেষ্টার ত্রুটি রাখেননি ৷ অপরদিকে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহও কর্ণাটক নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে ওঠে ৷ অবশেষে, কর্ণাটককে নিজেদের দখলে আনতে পারলেও ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়েছে বিজেপি ৷ ১০৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি ৷ অপরদিকে, কংগ্রেস ৭৬টি আসনে জয় পেয়েছে ৷ বাদামি কেন্দ্রে জয়ী সিদ্দারামাইয়া। ৩৭টি কেন্দ্রে জয়ী জেডিএস।অন্যান্য জয়ী ২টি আসনে।
advertisement
তবে, কর্ণাটক বিধানসভা নির্বাচন খাতায় কলমে সিদ্দারমাইয়া বনাম ইয়েদুরাপ্পা হলেও ৷ ভোট প্রচারে বিষয়টি ছিল নরেন্দ্র মোদি বনাম রাহুল গান্ধি ৷ কখনও রাহুল গান্ধী ৷ আবার কখনও নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন অনবরত ৷ যার ফল হাতেনাতে পেল বিজেপি ৷
advertisement
উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে সিদ্দারমাইয়া ভোট প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ৷ কিন্তু বিজেপির তরফে ইয়েদুরাপ্পার বদলে কেন্দ্রীয় বিভিন্ন ইস্যু নিয়ে প্রচার চালান মোদি-শাহ ৷ আর সেই জুটিতেই আপাতত কর্ণাটকে কুপোকাত সিদ্দারমাইয়া ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রী হয়েও মোদি-শাহ জুটির কাছে মানরক্ষা হল না সিদ্দারমাইয়ার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement