মুখ্যমন্ত্রী হয়েও মোদি-শাহ জুটির কাছে মানরক্ষা হল না সিদ্দারমাইয়ার

Last Updated:

২০০৮ সালে ভোটে জিতে কর্ণাটকের ক্ষমতায় আসে বিজেপি ৷ নির্বাচনে জেতার পরই প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন ইয়েদুরাপ্পা ৷ কিন্তু এরপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি ৷

#বেঙ্গালুরু: ২০০৮ সালে ভোটে জিতে কর্ণাটকের ক্ষমতায় আসে বিজেপি ৷ নির্বাচনে জেতার পরই প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন ইয়েদুরাপ্পা ৷ কিন্তু এরপর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ অবশেষে, দুর্নীতির অভিযোগের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন ইয়েদুরাপ্পা ৷  ২০১৮ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে ইয়েদুরাপ্পার লড়াই বেশ কঠিন হতে পারে বলে আশঙ্কা করেছিল বিজেপি ৷ কারণ ইয়েদুরাপ্পার বিপরীতে রয়েছেন সিদ্দারমাইয়া ৷ যিনি নিজেকে কর্ণাটকের নেতা হিসেবে ঘোষণা করেছেন বারবার ৷ যদিও সেই সমস্ত আশঙ্কা সত্যি করেই অবশেষে কংগ্রেস জমানার অবসান ঘটিয়ে কর্ণাটকেও পদ্ম ফুল ফোটাতে সক্ষম হল মোদি-শাহ জুটি ৷
রাজ্যের ক্ষমতা নিজেদের দখলে রাখার জন্য সিদ্দারমাইয়া কোনও চেষ্টার ত্রুটি রাখেননি ৷ অপরদিকে, নরেন্দ্র মোদি এবং অমিত শাহও কর্ণাটক নিজেদের দখলে আনতে মরিয়া হয়ে ওঠে ৷ অবশেষে, কর্ণাটককে নিজেদের দখলে আনতে পারলেও ম্যাজিক ফিগার ছুঁতে ব্যর্থ হয়েছে বিজেপি ৷ ১০৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি ৷ অপরদিকে, কংগ্রেস ৭৬টি আসনে জয় পেয়েছে ৷ বাদামি কেন্দ্রে জয়ী সিদ্দারামাইয়া। ৩৭টি কেন্দ্রে জয়ী জেডিএস।অন্যান্য জয়ী ২টি আসনে।
advertisement
তবে, কর্ণাটক বিধানসভা নির্বাচন খাতায় কলমে সিদ্দারমাইয়া বনাম ইয়েদুরাপ্পা হলেও ৷ ভোট প্রচারে বিষয়টি ছিল নরেন্দ্র মোদি বনাম রাহুল গান্ধি ৷ কখনও রাহুল গান্ধী ৷ আবার কখনও নরেন্দ্র মোদি ৷ বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের বিরুদ্ধে তোপ দেগেছেন অনবরত ৷ যার ফল হাতেনাতে পেল বিজেপি ৷
advertisement
উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে সিদ্দারমাইয়া ভোট প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ৷ কিন্তু বিজেপির তরফে ইয়েদুরাপ্পার বদলে কেন্দ্রীয় বিভিন্ন ইস্যু নিয়ে প্রচার চালান মোদি-শাহ ৷ আর সেই জুটিতেই আপাতত কর্ণাটকে কুপোকাত সিদ্দারমাইয়া ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মুখ্যমন্ত্রী হয়েও মোদি-শাহ জুটির কাছে মানরক্ষা হল না সিদ্দারমাইয়ার
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement