• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • SHOCKING! মহিলাদের হস্টেলে টয়লেটের ভিতরে স্পাই ক্যামেরা

Photo: Collected

Photo: Collected

 • Share this:

  #চেন্নাই: সুসজ্জিত টয়লেট ৷ দেওয়ালে লাগানো দামী দামী বাল্ব, হ্যাঙ্গার ৷ কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যে দিয়েই অনবরত চলছে লাইভ রেকর্ড ৷

  সম্প্রতি এমনই একটি ভয়াবহ ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে ৷ চেন্নাইয়ের আদামবাক্কাম এলাকায় দীর্ঘদিন ধরেই চলছে এই হস্টেলটি ৷ আর এই হস্টেল তথা বাড়িটির তত্ত্বাবধানে ছিল এ সম্পত রাজ ৷

  শুধু বাল্ব কিংবা হ্যাঙ্গারেই নয় ৷ সম্পত একটি লাল-কালো হাতঘড়ি পড়ত ৷ সেই হাতঘড়ির ভিতরেও লাগানো ছিল স্পাই ক্যামেরা ৷ পুলিশি তদন্তের পর উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ লেডিজ হস্টেলের অন্দরের সমস্ত কিছুই রেকর্ড হত সম্পতের লাল-কালো হাতঘড়ির মধ্যে দিয়ে ৷

  কয়েক বছর আগে রিয়েল এস্টেট তৈরি করার স্বপ্ন নিয়ে ত্রিচিতে নিজের বাড়ি ছেড়ে চেন্নাইয়ে এসেছিলেন সম্পত ৷ কিন্তু হাজারো বাধার জেরে নিজের ব্যবসা দাঁড় করাতে পারেনি অভিযুক্ত ব্যক্তি ৷ উল্টে কয়েক লক্ষ টাকার লোকসান হয় সম্পতের ৷

  এরপর ২০১১ সালে রোজগার করার নয়া উপায় বের করে সম্পত ৷ নিজের বাড়িটিকেই মেয়েদের ভাড়া দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে সে ৷ সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দিতেই ৬টি মেয়ে ৭হাজার টাকার বিনিময়ে থাকতে শুরু করেন সেই বাড়িতে ৷

  মহিলাদের ভাড়া দেওয়ার আগেই সেই বাড়ির বিভিন্ন জায়গায় উচ্চপ্রযুক্তি সম্পন্ন ২,৫০০ স্পাই ক্যামেরা লাগায় সম্পত ৷ এমনকী, টয়লেটের ভিতরেও লাগানো হয় ক্যামেরা ৷ বাথরুমে যদি জলের কিংবা অন্য কিছুর আওয়াজ হয় তাহলেই রেকর্ড হতে শুরু করবে সেই ক্যামেরা ৷ আবার সেই আওয়াজ থেমে গেলে নিজে থেকেই স্ট্যান্ডবাই মোডে চলে যেত সেই ক্যামেরা ৷ বাড়িতেই তৈরি করেছিল সে একটা ছোট্ট অফিস ৷ সেই অফিস থেকেই চল

  তবে, কোনও ফুটেজই রেকর্ড কোনও ভিডিও নেই ৷ পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটের তিনটি বাথরুমের ভিতরই সকেট, বাল্ব এবং হ্যাঙ্গারের মধ্যে রাখা ছিল সেই স্পাই ক্যামেরা ৷ পুলিশি জেরার মুখে সম্পত জানায়, কেউ যখন ফ্ল্যাটে থাকতেন না ৷ সেই সময় তালার ডুপ্লিকেট চাবি বানিয়ে সে তাদের ফ্ল্যাটে ঢুকত এবং এই সমস্ত কর্মকাণ্ড করত ৷

  First published: