জটিল হৃদরোগে আক্রান্ত, ৮ বছরের আজান খান হলেন ‘এক দিনের ইন্সপেক্টর’!

Last Updated:

জটিল হার্টের অসুখে ভুগছে। তাই ছোট্ট আজানের স্বপ্নপূরণ করল কর্ণাটকের পুলিশ। একদিনের ইন্সপেক্টর করা হল আজানকে।

জটিল হৃদরোগে আক্রান্ত, ৮ বছরের আজান খান হলেন ‘এক দিনের ইন্সপেক্টর’
জটিল হৃদরোগে আক্রান্ত, ৮ বছরের আজান খান হলেন ‘এক দিনের ইন্সপেক্টর’
বেঙ্গালুরু: পরনে খাকি উর্দি। মাথায় পুলিশের টুপি। থানায় বসে জরুরি ফাইলে চোখ বোলাচ্ছেন ৮ বছরের আজান খান। কর্ণাটকের শিবামোগায় দেখা গেল এই ছবি। আজানের পুলিশ হওয়ার স্বপ্ন। জটিল হার্টের অসুখে ভুগছে। তাই ছোট্ট আজানের স্বপ্নপূরণ করল কর্ণাটকের পুলিশ। একদিনের ইন্সপেক্টর করা হল আজানকে।
শিবামোগার ডোড্ডাপেটের বাসিন্দা আজান খান। বয়স মাত্র ৮ বছর। অল্প বয়স থেকেই জটিল হৃদরোগে ভুগছে। বড় হয়ে পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে সে। আজানের বাবা-মায়ের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন শিবামোগার এসপি মিঠুন কুমার। তারপরই সিদ্ধান্ত নেন, আজানের স্বপ্নপূরণ করতেই হবে। কর্মকর্তাদের বলেন। মূলত তাঁর উদ্যোগেই একদিনের ইন্সপেক্টর হয় আজান।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (অতীতে ট্যুইটার)-এ তিনি লিখেছেন, ‘‘শিবামোগা শহরের আজান খান, বয়স মাত্র ৮ বছর। জটিল হৃদরোগে আক্রান্ত। বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়। আজানের বাবা-মায়ের অনুরোধে আজানকে প্রতীকীভাবে একদিনের জন্য ডেড্ডাপট থানার পিআই পদের দায়িত্ব সামলানোর অনুমতি দেওয়া হয়েছিল।’’
advertisement
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে এসপি মিঠুন কুমার বলেন, ‘‘আজানের বাবা আমাদের কাছে এসে গোটা ঘটনা বলেন। আমরা মানবিক কারণেই তা অনুমোদন করেছি। আজানও খুব উৎসাহী ছিল। তৎপরতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছে। ভিজিটর রেকর্ডে সাইন ইন করেছে। একজন কর্মীকে ছুটির অনুমোদনও দিয়েছে ৷’’
advertisement
থানায় আজানের কাজ করার কিছু ছবি এবং ভিডিও শেয়ার করেছে কর্ণাটক পুলিশ। তাতে দেখা যাচ্ছে, পুলিশকর্মীদের সঙ্গে সাবলীলভাবে কথা বলছেন আজান। কোনওটায় টেবিল চেয়ারে বসে কাজ করছেন, তো কোনওটায় টহল দিচ্ছেন থানার মধ্যেই। এমনকী থানার কয়েকটি ফাইলে চোখ বোলাতেও দেখা গিয়েছে আজানকে। খুব মন দিয়ে ফাইলগুলো পড়ে তাতে সইও করে আজান।
advertisement
খাকি উর্দি পরে আজান ঢুকছে ডোড্ডাপেট থানায়। এই দৃশ্য দেখে চোখের জল আটকাতে পারেননি বাবা তবরেজ এবং মা নাগমা খান। ছেলের স্বপ্নপূরণের জন্য কর্ণাটক পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। এমন মানবিক কাজের জন্য সাধারণ মানুষও প্রশংসায় ভরিয়ে দিয়েছে শিবামোগার পুলিশকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জটিল হৃদরোগে আক্রান্ত, ৮ বছরের আজান খান হলেন ‘এক দিনের ইন্সপেক্টর’!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement