Sanjay Raut || ইডির হাতে বন্দি সঞ্জয় রাউত, আদালতে তোলা হবে বৃহস্পতিবার
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Sanjay Raut || অভিযোগ, রবিবার তল্লাশি চালানোর পর সঞ্জয়ের বাড়ি থেকে মোট ১১.৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
অর্থ পাচারের মামলায় গ্রেফতার শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজির করা হবে। সোমবার থেকে বৃহস্পতিবার ইডি হেফাজতে ছিলেন তিনি৷
সোমবার ভোরে শিবসেনার সাংসদ সঞ্জয় রাউতকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর বিরুদ্ধে মুম্বইয়ের একটি অঞ্চলের উন্নয়নের কাজে টাকা নয়ছয়ের অভিযোগ রয়েছে সঞ্জয় রাউতের বিরুদ্ধে। রবিবার সকালেই মুম্বইয়ের মৈত্রী নামক বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হয়েছিল সিআরপিএফ। সেখানে তল্লাশি চলছিল, তার পর, সেই তল্লাশির প্রাথমিক ধাপ পেরিয়ে যাওয়ার পর বিকেল পাঁচটা নাগাদ সঞ্জয়কে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় ইডি দফতরে। এর পরেই ইডি সূত্রে খবর পাওয়া যায়, তদন্তে বিশেষ সহযোগিতা করছেন না সঞ্জয় রাউত। শেষে তাঁকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: ববির থেকে বাদ আবাসন-পরিবহণ! দায়িত্ব বাড়ল অরূপের, পার্থর দফতর বণ্টনে চমক
সঞ্জয় রাউতের বিরুদ্ধে ইডির অভিযোগ, রবিবার তল্লাশি চালানোর পর সঞ্জয়ের বাড়ি থেকে মোট ১১.৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যদিও পাল্টা অভিযোগ তুলেছেন সঞ্জয়। তিনি বলেছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2022 11:19 AM IST