Shibu Soren Passes Away: প্রয়াত শিবু সোরেন, দীর্ঘ রোগভোগের পর জীবনাবসান ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Last Updated:

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন। দিল্লির গঙ্গা রাম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

News18
News18
রাঁচি: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা শিবু সোরেন ৷ বেশ ক’দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি ৷ অবশেষে সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায় ৷ শিবু সোরেনের বয়স হয়েছিল ৮১ বছর ৷
শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় দিল্লির গঙ্গারাম হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছিল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রধান শিবু সোরেনকে। দু’দিন আগেই চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে আনা হয়েছিল কি না, তা স্পষ্ট ছিল না ৷ অবশেষে সোমবার শিবু সোরেনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
advertisement
advertisement
গত কয়েক মাস ধরেই শরীর ভাল যাচ্ছিল না ঝাড়খণ্ড আন্দোলনের নেতা শিবু সোরেনের। গত ১৯ জুন তাঁকে ভর্তি করানো হয় দিল্লির গঙ্গারাম হাসপাতালে। শিবু সোরেনের কিডনির সমস্যা ছিল। সম্প্রতি তাঁর মস্তিষ্কের ভিতর রক্তক্ষরণও হয়। এই অবস্থায় শুক্রবার প্রবীণ এই রাজনীতিকের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। তাঁকে রাখা হয় ভেন্টিলেশনে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, শিবুর শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও নতুন করে উন্নতিও হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁর চিকিৎসার দায়িত্বে ছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি ৷ ৮১ বছর বয়সে প্রয়াত শিবু সোরেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shibu Soren Passes Away: প্রয়াত শিবু সোরেন, দীর্ঘ রোগভোগের পর জীবনাবসান ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement