Sharad Pawar: নতুন দল করছেন শরদ পাওয়ার, দলের নাম ও চিহ্ন নিয়ে ইতিমধ্যে হয়েছে বৈঠক
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Sharad Pawar: ইতিমধ্যে অজিত পাওয়ার শিবির একটি ক্যাভিয়েট দাখিল করেছেন সুপ্রিম কোর্টে৷ পাশাপাশি এই ক্যাভিয়েট দাখিল করা হবে মুম্বই ও দিল্লি হাই কোর্টেও৷
নয়াদিল্লি: নতুন দল প্রতিষ্ঠা করতে চলেছে শরদ পাওয়ার৷ দিল্লিতে তা নিয়ে ইতিমধ্যে বৈঠকও হয়ে গিয়েছে বলে শোনা গিয়েছে৷ সম্প্রতি অজিত পাওয়ারের কাছে নিজের দল এনসিপি-র চিহ্ন ও দলের নাম হারিয়েছেন শরদ৷ সেই কারণেই এবার নতুন দল গড়ার পথে বর্ষীয়ান মারাঠি রাজনীতিবিদ৷ সেই মতো পরিকল্পনাও তিনি সেরে ফেলেছেন বলেই খবর৷
ইতিমধ্যে অজিত পাওয়ার শিবির একটি ক্যাভিয়েট দাখিল করেছেন সুপ্রিম কোর্টে৷ পাশাপাশি এই ক্যাভিয়েট দাখিল করা হবে মুম্বই ও দিল্লি হাই কোর্টেও৷ অন্য দিকে, দিল্লিতে নতুন দল গঠনের জন্য বৈঠক সেরে ফেলেছেন শরদ পাওয়ার৷ সূত্র মারফত খবর মিলেছে নতুন দলের নাম হিসাবে উঠে এসেছে, ‘শরদ পাওয়ার কংগ্রেস, এমই ন্যাশনালিস্ট বা শরদ পাওয়ার স্বভূমি পার্টি’-এর মতো নাম৷ পাশাপাশি নির্বাচনী চিহ্ন হিসাবে উঠে এসেছে এক কাপ চা, সূর্যমূখী ফুল, চশমা, উদিয়মান সূর্য৷
advertisement
advertisement
বুধবার সকালেই দিল্লিতে শরদ পাওয়ারের বাড়িতে উপস্থিত হন বন্দনা চৌহান, সোনিয়া দুহান ও অদিতি নলওয়াড়ে৷ তাঁরা সেখানে কথা বলেন৷ এ ছাড়াও শরদ পাওয়ারের বাড়িতে উপস্থিন হন হরিয়ানার মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা৷ এ ছাড়াও সেখানে উপস্থিতছিলেন সুপ্রিয়া সুলে৷ বুধাবরই শরদ পাওয়ারের নতুন পার্টির নাম ও নির্বাচনী চিহ্ন নিশ্চিত করার জন্য সময় দিয়েছে ভারতের নির্বাচন কমিশন৷ সেখানেই সবটা চূড়ান্ত হতে পারে বলে খবর৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2024 12:14 PM IST