Sharad Pawar: হঠাৎ অসুস্থ, বাতিল হল অনুষ্ঠান! শরদ পাওয়ারকে নিয়ে বাড়ছে উদ্বেগ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Sharad Pawar:প্রবীণ রাজনীতিকের বয়স বয়েছে ৮২ বছর৷ বার্ধক্য জনিত একাধিক সমস্যা রয়েছে তাঁর৷
মুম্বই: হঠাৎ করেই অসুস্থ এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ দিওয়ালির অনুষ্ঠানে যোগ দিতে নিজের বাড়ির শহর বারামতিতে গিয়েছিলেন শরদ৷ সেখানেই তিনি অসুস্থ বোধ করেন বলে খবর মিলেছে৷ তার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়৷ বাতিল করে দেওয়া হয় তাঁর রাজনৈতিক কর্মসূচি৷ চলছে পাঁচ রাজ্যে নির্বাচন, এ ছাড়া সামনের বছর আগে লোকসভার নির্বাচন৷ শরদ এই নির্বাচনগুলিতে বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ মুখ৷ তাই তাঁর অসুস্থতায় উদ্বেগ বেড়েছে৷
প্রবীণ রাজনীতিকের বয়স বয়েছে ৮২ বছর৷ বার্ধক্য জনিত একাধিক সমস্যা রয়েছে তাঁর৷ তার মধ্যেই মহারাষ্ট্রের পুণে জেলার বারামতিতে বিদ্যা প্রতিষ্ঠানের সভায় শরদ শনিবার যোগ দিয়েছিলেন৷ সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর৷ সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়৷ দিওয়ালি উপলক্ষে তিনি নিজের বাড়ির শহরে গিয়েছিলেন বলেও সূত্র মারফত খবর মিলেছে৷
advertisement
advertisement
রবিবার তাঁর পুণে জেলারই পুরন্দরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার কারণে এই সফর আপাতত বাতিল করা হয়েছে, খবর মিলেছে সূত্র মারফত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 12, 2023 10:24 AM IST