Sharad Pawar: হঠাৎ অসুস্থ, বাতিল হল অনুষ্ঠান! শরদ পাওয়ারকে নিয়ে বাড়ছে উদ্বেগ

Last Updated:

Sharad Pawar:প্রবীণ রাজনীতিকের বয়স বয়েছে ৮২ বছর৷ বার্ধক্য জনিত একাধিক সমস্যা রয়েছে তাঁর৷

মুম্বই: হঠাৎ করেই অসুস্থ এনসিপি প্রধান শরদ পাওয়ার৷ দিওয়ালির অনুষ্ঠানে যোগ দিতে নিজের বাড়ির শহর বারামতিতে গিয়েছিলেন শরদ৷ সেখানেই তিনি অসুস্থ বোধ করেন বলে খবর মিলেছে৷ তার পর সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়৷ বাতিল করে দেওয়া হয় তাঁর রাজনৈতিক কর্মসূচি৷ চলছে পাঁচ রাজ্যে নির্বাচন, এ ছাড়া সামনের বছর আগে লোকসভার নির্বাচন৷ শরদ এই নির্বাচনগুলিতে বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ মুখ৷ তাই তাঁর অসুস্থতায় উদ্বেগ বেড়েছে৷
প্রবীণ রাজনীতিকের বয়স বয়েছে ৮২ বছর৷ বার্ধক্য জনিত একাধিক সমস্যা রয়েছে তাঁর৷ তার মধ্যেই মহারাষ্ট্রের পুণে জেলার বারামতিতে বিদ্যা প্রতিষ্ঠানের সভায় শরদ শনিবার যোগ দিয়েছিলেন৷ সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর৷ সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়৷ দিওয়ালি উপলক্ষে তিনি নিজের বাড়ির শহরে গিয়েছিলেন বলেও সূত্র মারফত খবর মিলেছে৷
advertisement
advertisement
রবিবার তাঁর পুণে জেলারই পুরন্দরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু তাঁর শারীরিক অসুস্থতার কারণে এই সফর আপাতত বাতিল করা হয়েছে, খবর মিলেছে সূত্র মারফত৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sharad Pawar: হঠাৎ অসুস্থ, বাতিল হল অনুষ্ঠান! শরদ পাওয়ারকে নিয়ে বাড়ছে উদ্বেগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement