লুকিয়ে ছিলেন গেস্ট হাউসে, বেঙ্গালুরুতে পুলিশের জালে বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত

Last Updated:
ধৃত শঙ্কর মিশ্র।
ধৃত শঙ্কর মিশ্র।
#বেঙ্গালুরু: এয়ার ইন্ডিয়ার বিমানে মহিলার গায়ে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্রকে গ্রেফতার করল বেঙ্গালুরু পুলিশ। আজই তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করে গিল্লিতে নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, গা ঢাকা দিতে বেঙ্গালুরুর সঞ্জয় নগর এলাকায় একটি গেস্ট হাউসে আশ্রয় নিয়েছিলেন তিনি। আজ বিকেলেই তাঁকে দিল্লির আদালতে তোলা হবে।
গত ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানের মধ্য়ে প্রবীণ এক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে শঙ্কর মিশ্রর বিরুদ্ধে। ঘটনার সময় তিনি মদ্য়প অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
advertisement
advertisement
ঘটনার কথা প্রকাশ্য়ে আসার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন শঙ্কর মিশ্র। ওয়েলস ফার্গো নামে মার্কিন যে সংস্থায় তিনি চাকরি করতেন, তারাও তাঁকে বহিষ্কার করে। শঙ্কর মিশ্রর নামে লুক আউট নোটিসও জারি করা হয়।
যদিও শঙ্কর মিশ্রের আইনজীবীর অভিযোগ, ঘটনার পর শঙ্কর মিশ্র ওই মহিলা যাত্রীকে ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছিলেন। তার পরেও ওই মহিলা যাত্রী অভিযোগ দায়ের করায় তাঁর মনোভাব নিয়েই প্রশ্ন তুলেছেন শঙ্করের আইনজীবী। ঘটনাটি একপেশে ভাবে তুলে ধরা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। ঘটনার কোনও প্রত্য়ক্ষদর্শীও কেন পাওয়া গেল না, সোশ্য়াল মিডিয়ায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন শঙ্কর মিশ্রর আইনজীবী ঈশানি শর্মা। তাঁর দাবি, যেহেতু তাঁর মক্কেল মদ্য়পান করে অসংলগ্ন এবং প্রায় অচেতন অবস্থায় ছিলেন, তাই ঠিক কী ঘটেছিল তিনিও সেটা মনে করতে পারছিলেন না।
বাংলা খবর/ খবর/দেশ/
লুকিয়ে ছিলেন গেস্ট হাউসে, বেঙ্গালুরুতে পুলিশের জালে বিমানে প্রস্রাব কাণ্ডে অভিযুক্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement