পেটের ভিতরে চুল ও শ্যাম্পুর বিশাল বল, অপারেশন টেবিলে হতবাক চিকিৎসকেরা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অস্ত্রোপচার করে পুরো টিউমারটি বেড় করে দেখা যায় যে পুরো বলটির ওজন প্রায় হাফ কিলো ৷
#কোয়েম্বটর: অসহ্য পেটের যন্ত্রণায় ছটফট করছে ১৩ বছরের মেয়ে ৷ কোয়েম্বটর ঘটনাটি ঘটেছে ৷ সারাক্ষণ পেটের অসহ্য ব্যাথায় কষ্ট পাচ্ছিল ৷ কারণ বুঝতে না পেরে মেয়েটির বাবা মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় ৷ প্রথমে চিকিৎসকেরাও কারণ বুঝতে পারেনি ৷
অবশেষে কারণ না খুঁজে পেয়ে এক্স রে করার কথা বলেন চিকিৎসকেরা ৷ এরপরই আসল কারণ সামনে আসে ৷ মেয়েটির পেট থেকে বেশ বড় একটি টিউমারের মতো জিনিস দেখতে পায় ৷ এপর অস্ত্রোপচার করে টিউমারটি বের করে দেখা যায় যে চুল ও শ্যাম্পুর প্যাকেট জড়িয়ে একটি বিশালাকার বল তৈরি হয়ে গিয়েছে ৷
advertisement

advertisement
অস্ত্রোপচার করে পুরো টিউমারটি বেড় করে দেখা যায় যে পুরো বলটির ওজন প্রায় হাফ কিলো ৷ আপাতত সুস্থ রয়েছে মেয়েটি ৷ যন্ত্রণা থেকেও মুক্তি পেয়েছ ৷ পরে অবশ্য জানা গিয়েছে, যে মানসিক অবসাদে ভুগছিলেন মেয়েটি ৷ এবং তা থেকেই শ্যাম্পু ও চুল গিলে ফেলে মেয়েটি ৷
advertisement
Location :
First Published :
January 27, 2020 5:51 PM IST