Anant Ambani-Radhika Merchant: এলাহি আয়োজন! বচ্চন পরিবার থেকে রণবীর, দীপিকা! অনন্ত-রাধিকার বিশেষ দিন তারকাখচিত
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant: মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট নতুন সংসার শুরু করবেন। দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা সাক্ষী হবেন অনন্ত-রাধিকার বিশেষ দিনগুলির।
জামনগর: অপেক্ষার মাত্র কয়েক মাস। তার পরেই এক হবে চার হাত। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট নতুন সংসার শুরু করবেন। বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। আগামী ১ থেকে ৩ মার্চ গুজরাতের জামনগরে রিলায়েন্স গ্রিনস-এ এই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রের তারকারা সাক্ষী হবেন অনন্ত-রাধিকার বিশেষ দিনগুলির।
অনন্ত-রাধিকার বিশেষ দিনের সাক্ষী থাকবেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। ভারতের ভিভিআইপি অতিথিদের তালিকায় রয়েছেন কুমার মঙ্গলম বিড়লা, উদয় কোটাক, আদর পুনাওয়ালা, সুনীল মিত্তল, আধ্যাত্মিক গুরু সদগুরু, সচিন টেন্ডুলকার এবং তাঁর পরিবার, এমএস ধোনি এবং তাঁর পরিবার, রোহিত শর্মা, কেএল রাহুল, বচ্চন পরিবার, রজনীকান্ত এবং তাঁর পরিবার। পরিবারের সঙ্গে হাজির হবেন শাহরুখ খানও। তালিকায় থাকছেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন, রণবীর কাপুর এবং আলিয়া ভাট, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ এবং মাধুরী দীক্ষিত।
advertisement
অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে বিদেশ থেকেও তারকারা যোগ দেবেন। মরগান স্ট্যানলির সিইও টেড পিক, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনকের সিইও সুলতান আহমেদ আল জাবের-সহ বেশ কিছু তারকা এই উদযাপনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি, সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ড, JC2 ভেঞ্চারসের সিইও জন চেম্বার্স, জেনেরাল অ্যাটলান্টিকের সিইও বিল ফোর্ড, হিলহাউস ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ঝাং লেই, ওকট্রি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সহ-প্রতিষ্ঠাতা হাওয়ার্ড মার্কসের মতো নামজাদা ব্যক্তিরাও থাকছেন অতিথি তালিকায়।
advertisement
advertisement
আরও পড়ুন: ব্যবসা থেকে ভরতনাট্যম, বহুমুখী প্রতিভাধর রাধিকা মার্চেন্ট, আম্বানিদের সুন্দরী হবু পূত্রবধূকে চিনুন
এছাড়াও তালিকায় রয়েছেন বার্কশায়ার হ্যাথওয়ের ভাইস চেয়ারম্যান অজিত জৈন, ইভাঙ্কা ট্রাম্প, থ্রাইভ ক্যাপিটালের প্রতিষ্ঠাতা জোশুয়া কুশনার, এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অজিত মোহন, অ্যাডোবের সিইও শান্তনু নারায়ণ, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী কেভিন রাড, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারপার্সন ক্লাউস শোয়াব।
advertisement
গত বছর ১৯ জানুয়ারি অনন্ত এবং রাধিকার বাগদান হয়। প্রাক-বিবাহ উৎসবে অতিথিরা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ পাবেন। তাঁরা উপহার হিসাবে গুজরাটের কচ্ছ এবং লালপুরের মহিলা কারিগরদের তৈরি ঐতিহ্যবাহী স্কার্ফও পাবেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2024 2:18 PM IST