Chhattisgarh HC on Marital Rape: স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে জোর করে স্বামীর শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়: ছত্তিশগড় হাইকোর্ট
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বৈবাহিক ধর্ষণ নিয়ে বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের (Chhattisgarh HC on Marital Rape)।
#রাইপুর: বিয়ের পর স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে স্বামী যদি শারীরিক সম্পর্ক করেন, তবে তা ধর্ষণ নয়। বৈবাহিক ধর্ষণ নিয়ে বৃহস্পতিবার এমনই পর্যবেক্ষণ ছত্তিশগড় হাইকোর্টের (Chhattisgarh HC on Marital Rape)। স্বামী যদি স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও বাধ্য করে যৌন সঙ্গমে লিপ্ত হতে, তাহলে তাকে ধর্ষণ বলা যাবে না, একটি মামলার রায়ে এ কথা জানিয়েছে আদালত। এরই সঙ্গে বৈবাহিক ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে বেকসুর খালাস করেছে আদালত।
ছত্তিশগড় হাইকোর্টের পর্যবেক্ষণ, 'যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর স্ত্রীর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিলেন। আর তাঁর স্ত্রীর বয়স ১৮ বছরের কম নয়। তাই এটিকে ধর্ষণ বলা চলে না। যেহেতু অভিযোগকারী ও অভিযুক্তের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক রয়েছে, তাই যদি স্বামী জোর করেও সঙ্গমে বাধ্য করেন, তাহলেও এটিকে ধর্ষণ বলা চলবে না।'
advertisement
গত ২২ নভেম্বর বিয়ে হয়েছিল এই দম্পতির। শুরু থেকেই শ্বশুরবাড়ির লোকেরা নানারকম মানসিক অত্যাচার শুরু করেছিলেন। পণও চাইতে শুরু করেছিলেন তাঁরা। বিয়ের এক মাসের মাথায় দম্পতি মহাবালেশ্বরে বেড়াতে যান। জানুয়ারি মাসের ২ তারিখ ওই মহিলার ইচ্ছার বিরুদ্ধে তাঁকে যৌন সঙ্গমে বাধ্য করেন স্বামী। মহিলার অভিযোগ, এর পর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। চিকিৎসকের কাছে যেতে হয়েছিল তাঁকে। চিকিৎসক জানিয়েছিলেন, তাঁর কোমরের নীচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। তারপরেই আদালতের দ্বারস্থ হন ওই মহিলার।
advertisement
advertisement
এই মামলার রায় দিতে গিয়েই এদিন আদালত জানিয়েছে, 'ওই ব্যক্তি যেহেতু অভিযোগকারিণীর স্বামী, তাই তিনি কোনও বেআইনি কাজ করেছেন তা বলা যাবে না।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 27, 2021 1:19 AM IST