হোম /খবর /দেশ /
যৌন সম্পর্কের বদলে অক্সিজেন সিলিন্ডার! পড়শির কুরুচিকর প্রস্তাবে হতভম্ব যুবতী

‘Sex for oxygen’: যৌন সম্পর্কের বদলে অক্সিজেন সিলিন্ডার! পড়শির কুরুচিকর প্রস্তাবে হতভম্ব যুবতী

প্রতিবেশি তাঁকে জানিয়েছে, তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে তবেই মিলবে অক্সিজেন সিলিন্ডার।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি:

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা গোটা দেশের। এমন পরিস্থিতিতে কিছু মানুষ যেন পিশাচের থেকেও অধম হয়ে উঠেছে। কেউ অক্সিজেন সিলিন্ডারের কালোবাজারি করছে। কেউ আবার রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্সের গলাকাটা ভাড়া নিচ্ছে। মহামারীর সময় কিছু মানুষের লোভ-লালসার শিকার হচ্ছেন অনেকেই। প্রশাসনের তরফে সেই সব অমানুষদের বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে। কিন্তু তাতেও লাভ হচ্ছে না। মানবিকতা, চেতনাবোধ যেন লোপ পেয়েছে কিছু মানুষের। এবার আরও একটি অমানবিক ঘটনা ঘটল দেশের রাজধানীতে। অক্সিজেন সিলিন্ডারের বদলে যৌন সম্পর্কে লিপ্ত হতে হবে, এক যুবতীকে এমনই কুরুচিকর প্রস্তাব দিল প্রতিবেশী।

করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে গোটা দেশে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। ভ্যাকসিনের সরবরাহ পর্যাপ্ত নেই। করোনা আক্রান্ত রোগী অক্সিজেনের অভাবে ছটফট করছে। বহু মানুষ সেই সব রোগীদের কাছে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার জন্য দিন-রাত এক করে ছুটছেন। পাশাপাশি কিছু মানুষ এই দুঃসময়ের সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে কিছু মানুষ নিজেদের আখের গুছিয়ে নিতে চাইছে। এদিন এক টুইটার ইউজার জানিয়েছেন, তাঁর এক বোনের সঙ্গে একটি জঘন্য ঘটনা ঘটেছে। সেই যুবতীর বাবা করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেনের অভাবে ভুগছেন। এমন পরিস্থিতিতে সেই যুবতী অক্সিজেনের জন্য একজন প্রতিবেশীর কাছে অনুরোধ করেছিলেন। সেই প্রতিবেশি তাঁকে জানিয়েছে, তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হলে তবেই মিলবে অক্সিজেন সিলিন্ডার।

p style="text-align: justify;">টুইটারে পোস্ট-এর পর অনেকেই সেই ব্যক্তির নাম জানতে চেয়েছেন। যিনি পোস্ট করেছেন তিনিও লিখেছেন, এই ধরনের অমানুষদের কী শাস্তি হওয়া উচিত! অভিযুক্ত পরবর্তীকালে অভিযোগ অস্বীকার করতে পারে, এমন সম্ভাবনার কথাও লিখেছেন ওই টুইটার ইউজার।

সেই ট্যুইটের পর থেকেই মানুষ ক্ষোভে ফুঁসছেন। অনেকেই অভিযুক্তের পরিচয় জানতে চেয়েছেন। কেউ বলেছেন, অবিলম্বে পুলিশের কাছে অভিযোগ জানানো উচিত। কেউ আবার লিখেছেন, দেশের অগুণতি মেয়েদের রোজ এমন অভিজ্ঞতা হয়। করোনা মহামারীর মধ্যে অক্সিজেন সিলিন্ডারের আকাল। তাই অনেকেই বেশি দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করছেন। তবে অক্সিজেন সিলিন্ডারের জন্য যৌন সম্পর্কের প্রস্তাব, এমন অভিযোগ কার্যত নতুন।

Published by:Suman Majumder
First published:

Tags: Corona Pandemic, Corona Second Wave, COVID-19, Oxygen Cylinder