Lucknow Horror: 'ওকে নিয়েই যাব...', হুড়মুড়িয়ে ঢুকল ঘরে জামাই! শ্বশুর-শাশুড়িকে এলোপাথাড়ি...! ভয়ঙ্কর ঘটনায় স্তম্ভিত লখনউ
- Published by:Shubhagata Dey
Last Updated:
Lucknow Horror: লখনউয়ের মর্মান্তিক জোড়া খুন! স্তম্ভিত গোটা শহর। আলমবাগ থানা এলাকার গড়ি কানোড়া এলাকায় জামাই, শাশুড়ি ও শ্বশুরকে ছুরি দিয়ে ফালা ফালা করে নৃশংসভাবে খুন করে। পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই।
লখনউঃ লখনউয়ের মর্মান্তিক জোড়া খুন! স্তম্ভিত গোটা শহর। আলমবাগ থানা এলাকার গড়ি কানোড়া এলাকায় জামাই, শাশুড়ি ও শ্বশুরকে ছুরি দিয়ে ফালা ফালা করে নৃশংসভাবে খুন করে। পুলিশ স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত জামাইকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জগদীশ তার শ্বশুর অনন্তরাম (৫৫) ও শাশুড়ি আশাকে (৫০) ছুরিকাঘাতে খুন করে। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে গড়ি কানোরা এলাকায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জগদীশের সঙ্গে স্ত্রী পুনমের দীর্ঘদিনের বিরোধ। সেই জন্য পুনম বেশ অনেকদিন ধরেই বাপের বাড়িতে অর্থাৎ জগদীশের শ্বশুরবাড়িতে থাকছিলেন।
আরও পড়ুনঃ মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার! মহিলারা অফিস টাইমে বাড়ি বসে সহজেই ৬ কাজ করুন, পরিবারের স্তম্ভ হয়ে উঠবেন
বুধবার রাতে জগদীশ শ্বশুরবাড়িতে পৌঁছলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। ক্রোধের বশে জগদীশ অনন্তরাম ও আশাকে ছুরি নিয়ে আক্রমণ করে এবং ঘটনাস্থলেই তাদের দু’জনের শরীর ছুরি দিয়ে ফালা ফালা করে দেয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই আশপাশের এলাকার লোকজন ঘটনাস্থলে পৌঁছে জগদীশ বিপদের আশঙ্কা দিলে সে পালানোর চেষ্টা করে।
advertisement
advertisement
খুনের ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়রা পুলিশকে খবর দিলে কয়েকজন একসঙ্গে জগদীশকে ধরে ফেলেন। আলমবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করেছে এবং দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
advertisement
পুলিশি জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, জগদীশ ও তাঁর স্ত্রী পুনমের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। পুনম শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে থাকতেন এবং জগদীশ এতে খুশি ছিলেন না। এই রেষারেষিতে তিনি এই জঘন্য ঘটনাটি ঘটিয়েছেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 11:10 AM IST