#Breaking: ফের জঙ্গি তাণ্ডব কাশ্মীরে, এনকাউন্টারে নিহত এক সিনিয়র পুলিশ অফিসার
Last Updated:
#শ্রীনগর: কাশ্মীরে এখনও জঙ্গি কার্যকলাপ অব্যাহত। রবিবার কাশ্মীরের কুলগামে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন কাশ্মীর পুলিশের ডিএসপি অমন ঠাকুর। জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন সেনার এক জওয়ান। সেনার পাল্টা গুলিতে ৩ জঙ্গিও নিহত হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, সেনা খবর পায় যে, কুলগামের তুরিগাম এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে আছে। সেই খবর পাওয়া মাত্রই তুরিগ্রামে তল্লাশি চালাচ্ছিল সিআরপিএফ ও কাশ্মীর পুলিশ ৷ সেখানেই সেনার উপর গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা ৷ এরপরই শুরু হয় গুলির লড়াই ৷ যে লড়াই এখনও পর্যন্ত জারি রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে ৷
advertisement
এই সেনা-জঙ্গি সংঘর্ষে মারা গিয়েছেন কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিন্টেনডেন্ট অমন ঠাকুর। গত দু’বছর ধরে তিনি কুলগামের ডিএসপি পদে ছিলেন। গুলিতে আহত হয়েছেন এক জওয়ানও।
advertisement
সেনার গুলিতে ৩ জঙ্গিও নিহত হয়েছে বলে জানা গিয়েছে। সেনা সূত্রে খবর, এখনও লুকিয়ে রয়েছে কিছু জঙ্গি। গুলির লড়াই এখনও চলছে। পুরো এলাকা ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা।
advertisement
J&K police: Deputy Superintendent of Police Aman Kumar Thakur who lost his life in an encounter with terrorists in Tarigam, Kulgam. He was a 2011 batch KPS Officer & had been heading counter terrorism wing of J&K police in Kulgam for past 1.5 years pic.twitter.com/PA1vLTAZ1O
— ANI (@ANI) February 24, 2019
advertisement
We pay rich #tributes to our colleague #Martyr #DySP Aman Kumar for his supreme sacrifice made in the line of #duty today at @Kulgam. We stand by his family at this crucial moment. RIP. @JmuKmrPolice @policekulgam pic.twitter.com/vgEKkgp6mm — Kashmir Zone Police (@KashmirPolice) February 24, 2019
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2019 6:06 PM IST