চমকে দেওয়া ক্ষমতা আইএনএস বিক্রান্তের! ভারতের তৈরি সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ

Last Updated:

ভারতের তৈরি এটি সবচেয়ে বড় জাহাজ৷ এটি থেকে ৩০টি উড়োজাহাজ উড়তে পারবে, এতে থাকতে মিগ-২৯কে বিমান ও হেলিকপ্টার৷

 (News18)
(News18)
#নয়াদিল্লি: আইএনএস বিক্রান্ত যুদ্ধ জাহাজ কমিশনড হওয়ার পর কার্যত এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে ভারতের নৌসেনা৷ শুক্রবার নতুন করে এই নৌজাহাজ কমিশন করেছেন নরেন্দ্র মোদি৷ সেটির বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে, এই জাহাজটির ওজন ৪৫ হাজার টন, জাহাজটি তৈরি করতে খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা৷ এটি একটি ২৬২ মিটার লম্বা ও ৬২ মিটার চওড়া৷
ভারতের তৈরি এটি সবচেয়ে বড় জাহাজ৷ এটি থেকে ৩০টি উড়োজাহাজ উড়তে পারবে, এতে থাকতে মিগ-২৯কে বিমান ও হেলিকপ্টার৷ এটিতে একসঙ্গে ১ হাজার ৬০০ নৌসেনা থাকতে পারবেন৷ এটির উদ্বোধনে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘ভারত আজ সেই তালিকায় ঢুকে পড়ল, যে তালিকাভূক্ত দেশরা নিজের মতো করে যুদ্ধ জাহাজ তৈরি করতে পারে৷ বিক্রান্ত নতুন করে ভারতের আত্মবিশ্বাস তৈরি করেছে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি নিয়ে এবার কেন্দ্র-রাজ্য সংঘাত! কৃতিত্ব কার? যা বললেন শুভেন্দু অধিকারী...
এই সময়ে ভারতের নৌসেনার নতুন পতাকাও উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই উদ্বোধনের পর বলেন, ভারতীয় নৌসেনার এই পতাকায় থাকছে একটি অষ্টভূজ, সোনালী সেই অষ্টভূজের ধারণা তৈরি হয়েছে শিবাজী মহারাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে৷ ভারতীয় নৌসেনার পর থেকে পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত এই যুদ্ধ জাহাজে থাকবে হেলিকপ্টার ও মিগ-২৯৷ এর পর ২৬-টি ডেক নির্ভর যুদ্ধ বিমান কিনবে ভারতীয় নৌ-সেনা৷ উল্লেখ্য বেশ কয়েকবছর কাজ করার পর আইএনএস বিক্রান্তের কাজ গত বছর ২১ অগাস্ট শেষ হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চমকে দেওয়া ক্ষমতা আইএনএস বিক্রান্তের! ভারতের তৈরি সর্ববৃহৎ যুদ্ধ জাহাজ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement