দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি নিয়ে এবার কেন্দ্র-রাজ্য সংঘাত! কৃতিত্ব কার? যা বললেন শুভেন্দু অধিকারী...

Last Updated:

Suvendu Adhikari || "ইউনেস্কোর হেরিটেজ তকমা কেন্দ্রীয় সরকারের সঙ্গীত-নাটক-অ্যাকাডেমির প্রচেষ্টার কারণেই মিলেছে। এতে মমতা বন্দোপাধ্যায় সরকারের কোনও কৃতিত্ব নেই।" - এমনটাই বললেন শুভেন্দু

বিস্ফোরক শুভেন্দু
বিস্ফোরক শুভেন্দু
#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: প্রাকপুজো মিছিলের পরেই বিজেপির তোপ৷ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে এবার সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷  "দুর্নীতি এবং কলঙ্ক থেকে নজর ঘোড়াতেই শোভাযাত্রার আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "বাঙালিরা বুদ্ধিমান। তাঁরা সব কিছু বোঝেন যে , ইউনেস্কোর হেরিটেজ তকমা কেন্দ্রীয় সরকারের সঙ্গীত-নাটক-অ্যাকাডেমির প্রচেষ্টার কারণেই মিলেছে। এতে মমতা বন্দোপাধ্যায় সরকারের কোনও কৃতিত্ব নেই।" সরকারের বিরুদ্ধে ঠিক এই ভাষাতেই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ইউনেস্কোর তরফে আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছে বাংলার দুর্গোৎসব। আর সেই উপলক্ষেই বৃহস্পতিবার ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্য সরকার আয়োজিত এদিনের অনুষ্ঠানে কলকাতার পুজো কমিটিগুলিও অংশ নেয়৷ সরকারি উদ্যোগে সেই শোভাযাত্রাকেই কটাক্ষ করলেন রাজ্যের  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
advertisement
advertisement
আরও পড়ুন- Puri Jagannath Temple|| অশুভ ইঙ্গিতে ত্রস্ত পুরী, জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ার সংলগ্ন অরুণ স্তম্ভে ফাটল
রাজ্যজুড়ে দুর্নীতি ইস্যুতে আন্দোলন শুরু করেছে প্রধান বিরোধী দল বিজেপি। শুভেন্দু অধিকারী-সহ বঙ্গ বিজেপির নেতারা লাগাতার আন্দোলন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আগামী ১৩ সেপ্টেম্বর 'চোর ধরো জেল ভরো' এই স্লোগানকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। এবার ইউনেস্কোর তরফে বাংলার দুর্গাপুজোর হেরিটেজ সম্মান নিয়েও সরকার তথা শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ পদ্ম শিবিরের৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতি নিয়ে এবার কেন্দ্র-রাজ্য সংঘাত! কৃতিত্ব কার? যা বললেন শুভেন্দু অধিকারী...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement