CAA-বিরোধী 'নাটক' পড়ুয়াদের, গোটা স্কুলের বিরুদ্ধেই দেশদ্রোহিতার মামলা দায়ের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
নাটকের একটি সংলাপে পড়ুয়াদের বলতে শোনা গিয়েছে, 'কেউ যদি কাগজ চাইতে আসে, জুতোপেটা করা উচিত৷'
#বেঙ্গালুরু: সংশোধিত নাগরিকত্বের বিরোধিতা করে একটি নাটকের আয়োজন করেছিল স্কুলের ছাত্র-ছাত্রীরা৷ গোটা স্কুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হল৷ কর্নাটকের বিদারের ঘটনা৷ ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷
জানা গিয়েছে, বিদারের ওই স্কুলে ছাত্র-ছাত্রীরা একটি নাটকে অভিনয় করে৷ নাটকটির মূল বিষয় ছিল নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে প্রতিবাদ৷ কর্নাটক পুলিশ জানিয়েছে, বিদারের ওই স্কুলটির নাম শাহিন স্কুল৷ প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে সিএএ-এনআরসি বিরোধী নাটক মঞ্চস্থ করে ছাত্র-ছাত্রীরা৷ সেই নাটকের একটি সংলাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একটি অপ্রীতিকর মন্তব্য ছিল৷
advertisement
নাটকের একটি সংলাপে পড়ুয়াদের বলতে শোনা গিয়েছে, 'কেউ যদি কাগজ চাইতে আসে, জুতোপেটা করা উচিত৷' এরপরেই দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয় স্কুলটির বিরুদ্ধে৷
advertisement
দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে স্কুলের সভাপতি, কর্তৃপক্ষ ও আরও এক ব্যক্তির বিরুদ্ধেও৷ স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেছে এবিভিপি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2020 7:42 PM IST