হোম /খবর /দেশ /
CAA-বিরোধী 'নাটক' পড়ুয়াদের, গোটা স্কুলের বিরুদ্ধেই দেশদ্রোহিতার মামলা দায়ের

CAA-বিরোধী 'নাটক' পড়ুয়াদের, গোটা স্কুলের বিরুদ্ধেই দেশদ্রোহিতার মামলা দায়ের

স্কুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

স্কুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

নাটকের একটি সংলাপে পড়ুয়াদের বলতে শোনা গিয়েছে, 'কেউ যদি কাগজ চাইতে আসে, জুতোপেটা করা উচিত৷'

  • Last Updated :
  • Share this:

#বেঙ্গালুরু: সংশোধিত নাগরিকত্বের বিরোধিতা করে একটি নাটকের আয়োজন করেছিল স্কুলের ছাত্র-ছাত্রীরা৷ গোটা স্কুলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হল৷ কর্নাটকের বিদারের ঘটনা৷ ছাত্র-ছাত্রীদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ৷

জানা গিয়েছে, বিদারের ওই স্কুলে ছাত্র-ছাত্রীরা একটি নাটকে অভিনয় করে৷ নাটকটির মূল বিষয় ছিল নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে প্রতিবাদ৷ কর্নাটক পুলিশ জানিয়েছে, বিদারের ওই স্কুলটির নাম শাহিন স্কুল৷ প্রজাতন্ত্র দিবসে অনুষ্ঠানে সিএএ-এনআরসি বিরোধী নাটক মঞ্চস্থ করে ছাত্র-ছাত্রীরা৷ সেই নাটকের একটি সংলাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে একটি অপ্রীতিকর মন্তব্য ছিল৷

নাটকের একটি সংলাপে পড়ুয়াদের বলতে শোনা গিয়েছে, 'কেউ যদি কাগজ চাইতে আসে, জুতোপেটা করা উচিত৷' এরপরেই দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয় স্কুলটির বিরুদ্ধে৷

দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছে স্কুলের সভাপতি, কর্তৃপক্ষ ও আরও এক ব্যক্তির বিরুদ্ধেও৷ স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেছে এবিভিপি৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Anti-CAA protest, Sedition Charge