Hamas Link in Pahalgam Attack: পহেলগাঁও হামলার পিছনে প্যালেস্তাইনের হামাস? দু মাস আগেই পাক অধিকৃত কাশ্মীরে একজোট হয় জঙ্গিরা! চাঞ্চল্যকর দাবি

Last Updated:

গত ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে বিভিন্ন দেশের প্রায় একশো জন জঙ্গি একত্রিত হন বলে খবর৷ হামাসের পাঁচ জন শীর্ষ নেতা ওই সম্মেলনে উপস্থিত হন৷

পুলওয়ামার পর ফের বড়সড় হামলার কাশ্মীরে৷ ফাইল ছবি
পুলওয়ামার পর ফের বড়সড় হামলার কাশ্মীরে৷ ফাইল ছবি
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পিছনে কি হামাস যোগ? প্রাথমিক ভাবে এমনই সন্দেহ করছেন নিরাপত্তা এজেন্সির শীর্ষ কর্তারা৷ কারণ পহেলগাঁওয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, ২০২৩ সালে ঠিক একই কায়দায় ইজরায়েলে হামলা চালিয়েছিল হামাস জঙ্গিরা৷
শুধুমাত্র এইটুকু তথ্য দিয়েই দুইয়ে দুইয়ে চার করছেন না গোয়েন্দারা৷ তাঁদের দাবি, গত ফেব্রুয়ারি মাসেই পাক অধিকৃত কাশ্মীরে একটি মিছিল এবং সভার আয়োজন করেছিল প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন৷ সেই মিছিলে প্রায় পাকিস্তানের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর প্রায় ১০০ সদস্য যোগ দিয়েছিল৷
advertisement
advertisement
নিরাপত্তা এজেন্সির কর্তাদের কথায়, যে ভাবে পহেলগাঁওয়ে হামলার ছক কষা হয়েছে এবং যেরকম বড় মাপের হামলা হয়েছে তা অতীতে কাশ্মীরের পুলওয়ামা এবং ছিত্তিসিংপোরার হামলাকেও ছাপিয়ে গিয়েছে৷ সম্প্রতি পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গি সংগঠনগুলিকে নিয়ে পাক অধিকৃত কাশ্মীরে মিছিল করে হামাস৷ এর থেকেই পরিষ্কার, ইজরায়েলের বিরুদ্ধে হামাসের হামলার থেকেই পহেলগাঁও হামলার অনুপ্রেরণা নেওয়া হয়েছে৷
advertisement
সূত্রের খবর, পহেলগাঁও হামলার ঘটনায় চার থেকে পাঁচ জন জঙ্গি জড়িত ছিল৷ তাদের মধ্যে একজন বেসরনের ওই পর্যটনকেন্দ্রের গেটের কাছে দাঁড়িয়ে লক্ষ্য রাখছিল সেখানে নিরাপত্তা বাহিনী আসছে কি না৷ গোয়েন্দাদের কথায়, বাকি জঙ্গিরা ছড়িয়ে পড়ে পর্যটকদের চিহ্নিত করতে থাকে৷
গত ৫ ফেব্রুয়ারি পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে বিভিন্ন দেশের প্রায় একশো জন জঙ্গি একত্রিত হন বলে খবর৷ কাশ্মীরের প্রতি সহমর্মিতা এবং আল আকসা বন্যায় হামাসের ভূমিকা সংক্রান্ত একটি সম্মেলনে অংশ নেওয়াই ছিল তাদের উদ্দেশ্য৷ ইজরায়েল এবং ভারতের বিরুদ্ধে প্যালেস্তাইন এবং পাকিস্তানের বিরোধী শক্তিগুলিকে আরও সংগঠিত করা এবং নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করাই ছিল এই সম্মেলনের আয়োজন করার মূল কারণ৷ খালিদ কোয়াদ্দৌমি, নাজি জাহির, মুফতি আজম সহ হামাসের পাঁচ জন শীর্ষ নেতা ওই সম্মেলনে উপস্থিত হন৷ অন্য দিকে জঙ্গি নেতা মাসুদ আজহারের ভাই তালহা সইফ সহ জৈশ ই মহম্মদ এবং লস্কর ই তৈবার একাধিক শীর্ষ জঙ্গিও ওই সম্মেলনে উপস্থিত ছিল৷
advertisement
ইজরায়েল সরকারের এক প্রতিনিধিও জানিয়েছেন, হামাস নেতারা যে নিয়মিত পাক অধিকৃত কাশ্মীরে সফর করেছে তার প্রমাণ তাঁদের হাতেও রয়েছে৷ এই কারণেই বহু দিন ধরেই হামাসকে জঙ্গি সংগঠন বলে ঘোষণা করার জন্য তারা ভারতের কাছে বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছেন বলে দাবি করেছেন ইজরায়েলের ওই সরকারি আধিকারিক৷
২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে৷ ওই হামলায় চল্লিশ জন আধাসেনার মৃত্যু হয়৷ ২০ মার্চ, ২০০০ সালে জম্মু কাশ্মীরের ছিত্তিসিংপোরার একটি গ্রামে হামলা চালিয়ে একসঙ্গে ৩৫ জন শিখ বাসিন্দাকে হত্যা করে জঙ্গিরা৷ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক আগের দিন এই ঘটনা ঘটেছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Hamas Link in Pahalgam Attack: পহেলগাঁও হামলার পিছনে প্যালেস্তাইনের হামাস? দু মাস আগেই পাক অধিকৃত কাশ্মীরে একজোট হয় জঙ্গিরা! চাঞ্চল্যকর দাবি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement