Kolkata Resident Killed in Pahalgam: ফ্লোরিডায় চাকরি, স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়ে ফেরা হল না বেহালার বিতানের!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
গত ১৬ এপ্রিল স্ত্রী এবং সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান বিতান৷ মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কলকাতার বাসিন্দা এক যুবকের৷ মৃতের নাম বিতান অধিকারী৷ তিনি বেহালার বৈশালী পার্কের বাসিন্দা হলেও কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন৷ গত ১৬ এপ্রিল স্ত্রী এবং সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান বিতান৷ মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে বিতানের বাড়িতে যান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস৷ আগামী ২৪ এপ্রিল কাশ্মীর থেকে ফেরার কথা ছিল বিতানদের৷ তার আগেই ঘটে গেল বিপর্যয়৷
আরও পড়ুন: ঘোড়ায় চড়ে ঘুরছিলেন পর্যটকরা, হঠাৎ পাইন বন থেকে ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি! পহলগাঁওয়ে কী ঘটল?
প্রাথমিক ভাবে খবর এসেছিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন রাজ্যের এক বাসিন্দা৷ কিন্তু রাত ৮টা নাগাদ জম্মু কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে মৃত এবং আহতদের যে তালিকা প্রকাশ করা হয়, তাতেই মৃতদের মধ্যে বিতানের নাম ছিল৷
advertisement
advertisement
My heart goes out to the families of the victims of the devastating terrorist attack on the tourists in Jammu and Kashmir today.
One of the victims, Sri Bitan Adhikari, is from West Bengal. I have talked with his wife over phone. Though no words are enough to console her in…
— Mamata Banerjee (@MamataOfficial) April 22, 2025
advertisement
বিতানদের আদি বাড়ি বেহালার বৈশালী পার্কের কৈলাস বোস রোডে৷ কর্মসূত্রে ফ্লোরিডায় থাকায় স্ত্রী ছেলেকে বৈষ্ণবঘাটায় এক আত্মীয়ের বাড়িতে রেখেছিলেন বিতান৷
মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বিতানের মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ বিতানের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন মুখ্যমন্ত্রী৷ তিনি লেখেন, ‘মৃতদের মধ্যে আমাদের রাজ্যের বাসিন্দা বিতান অধিকারীও রয়েছেন৷ ফোনে আমি তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছি৷ এই শোকের সময়ে কোনও শব্দই যথেষ্ট নয়৷ কিন্তু আমি তাঁকে আশ্বস্ত করেছি যে তাঁর স্বামীর মরদেহ কলকাতায় ফিরিয়ে আনতে আমাদের সরকার সবরকম সাহায্য করবে৷ এই অমানবিক জঙ্গি হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে আমার গভীর সমবেদনা জানাই৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 10:47 PM IST

