Kolkata Resident Killed in Pahalgam: ফ্লোরিডায় চাকরি, স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়ে ফেরা হল না বেহালার বিতানের!

Last Updated:

গত ১৬ এপ্রিল স্ত্রী এবং সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান বিতান৷ মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী৷
কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী৷
কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল কলকাতার বাসিন্দা এক যুবকের৷ মৃতের নাম বিতান অধিকারী৷ তিনি বেহালার বৈশালী পার্কের বাসিন্দা হলেও কর্মসূত্রে আমেরিকার ফ্লোরিডায় থাকতেন৷ গত ১৬ এপ্রিল স্ত্রী এবং সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে যান বিতান৷ মৃতের স্ত্রী সোহিনী অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দুর্ঘটনার খবর পেয়ে বিতানের বাড়িতে যান বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস৷ আগামী ২৪ এপ্রিল কাশ্মীর থেকে ফেরার কথা ছিল বিতানদের৷ তার আগেই ঘটে গেল বিপর্যয়৷
প্রাথমিক ভাবে খবর এসেছিল, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন রাজ্যের এক বাসিন্দা৷ কিন্তু রাত ৮টা নাগাদ জম্মু কাশ্মীর প্রশাসনের পক্ষ থেকে মৃত এবং আহতদের যে তালিকা প্রকাশ করা হয়, তাতেই মৃতদের মধ্যে বিতানের নাম ছিল৷
advertisement
advertisement
advertisement
বিতানদের আদি বাড়ি বেহালার বৈশালী পার্কের কৈলাস বোস রোডে৷ কর্মসূত্রে ফ্লোরিডায় থাকায় স্ত্রী ছেলেকে বৈষ্ণবঘাটায় এক আত্মীয়ের বাড়িতে রেখেছিলেন বিতান৷
মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, বিতানের মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ বিতানের মৃত্যুতে শোকপ্রকাশ করে পরে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন মুখ্যমন্ত্রী৷ তিনি লেখেন, ‘মৃতদের মধ্যে আমাদের রাজ্যের বাসিন্দা বিতান অধিকারীও রয়েছেন৷ ফোনে আমি তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছি৷ এই শোকের সময়ে কোনও শব্দই যথেষ্ট নয়৷ কিন্তু আমি তাঁকে আশ্বস্ত করেছি যে তাঁর স্বামীর মরদেহ কলকাতায় ফিরিয়ে আনতে আমাদের সরকার সবরকম সাহায্য করবে৷ এই অমানবিক জঙ্গি হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে আমার গভীর সমবেদনা জানাই৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Resident Killed in Pahalgam: ফ্লোরিডায় চাকরি, স্ত্রী ছেলেকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়ে ফেরা হল না বেহালার বিতানের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement