Farmers Protests: আজ কৃষক বিক্ষোভে অন্তর্ঘাতের ছক আইএসআই-এর, দিল্লি পুলিশকে সতর্ক করলেন গোয়েন্দারা

Last Updated:

বিক্ষোভের সাত মাস পূর্তিতে রাজধানীর বুকে শনিবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা (Farmers Protests)৷

#দিল্লি: আজ দিল্লিতে কৃষকদের বিক্ষোভকে কাজে লাগিয়ে অন্তর্ঘাতের ছক কষে থাকতে পারে পাক গুপ্তচর সংস্থা আইএসআই৷ কৃষক বিক্ষোভের মধ্যে থেকেই অন্তর্ঘাত ঘটিয়ে নিরাপত্তা বাহিনীকে প্ররোচিত করার চেষ্টা করা হতে পারে বলে দিল্লি পুলিশকে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একই সতর্কবার্তা দিয়েছে সিআইএসএফ-ও৷ গোয়েন্দাদের আশঙ্কা, নিরপত্তা বাহিনীকে প্ররোচিত করে রাজধানীতে হিংসা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই ছক কষা হয়েছে৷
নতুন কৃষি আইনের বিরোধিতায় দিল্লি সীমান্তে সাত মাস ধরে বিক্ষোভ দেখাচ্ছে বিভিন্ন কৃষক সংগঠন৷ বিক্ষোভের সাত মাস পূর্তিতে রাজধানীর বুকে শনিবার প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষকরা৷
গোয়েন্দাদের আশঙ্কা, ছদ্ম নামে আইএসআই-এর কোনও সহযোগী সংগঠন কৃষক বিক্ষোভকে কাজে লাগিয়ে রাজধানীতে অশান্তি ছড়ানোর চেষ্টা করতে পারে৷ কেন্দ্রীয় গোয়েন্দা এবং সিআইএসএফ-এর থেকে সতর্কবার্তা পেয়ে তৎপর হয়েছে দিল্লি পুলিশও৷ শনিবার বিক্ষোভ চলাকালীন দিল্লির হলুদ লাইনের তিনটি মেট্রো স্টেশনে বন্ধ রাখা হচ্ছে৷ দিল্লি মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের পরামর্শেই আজ সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত
advertisement
advertisement
বিশ্ববিদ্যালয়, সিভিল লাইনস এবং বিধানসভা মেট্রো স্টেশন বন্ধ রাখা হবে৷
সংযুক্ত কিষান মোর্চার তরফে দাবি করা হয়েছে, শনিবার প্রতিটি রাজ্যেই হাজার হাজার কৃষক রাজ ভবন অভিযানে অংশ নেবেন৷ আন্দোলনকারী কৃষকদের সমর্থনে বিদেশেও একই মিছিল বেরোবে৷ আমেরিকার ম্যাসাচুসেটসেও একটি মিছিল বেরনোর কথা৷
দিল্লি পুলিশকে সতর্ক করে গোয়েন্দাদের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, তা সিএনএন নিউজ ১৮-এর হাতে এসেছে৷ সেই চিঠিতে বিক্ষোভ চলাকালীন দিল্লির প্রতিটি মেট্রো স্টেশনের বাইরে পর্যাপ্ত সংখ্যক বাহিনী মোতায়েনের পরামর্শ দেওয়া হয়েছে৷ বাহিনীকে নিয়ন্ত্রণে যথাযথ পদমর্যাদার অফিসারদেরো রাখতে বলা হয়েছে৷ অপ্রত্যাশিত কোনও ঘটনা এড়াতে প্রযোজনীয় সমস্ত পদক্ষেপ করার কথাও চিঠিতে বলা হয়েছে৷ সিংঘু, টিকরি এবং গাজিপুর সীমান্তে যে কৃষকরা জমায়েত করে আছেন, তাঁরা আজকের দিনটিকে 'কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও' দিবস হিসেবে পালন করার ডাক দিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Farmers Protests: আজ কৃষক বিক্ষোভে অন্তর্ঘাতের ছক আইএসআই-এর, দিল্লি পুলিশকে সতর্ক করলেন গোয়েন্দারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement