21 July || গত বছর মেলেনি অনুমতি, এ বছর ২১ জুলাই ত্রিপুরার ছবি বদলে গেল পুরোটাই

Last Updated:

21 July || বিধানসভা ভোটের আগে তৃণমূলের রণকৌশল কী হয় নজর সেদিকেই।

#আগরতলা: গত বছর মেলেনি জেলা প্রশাসনের অনুমতি৷  তাই পরিকল্পনা সত্ত্বেও ত্রিপুরায় একুশে জুলাই পালন করতে গিয়ে জটিলতার মুখে পড়েছিল তৃণমূল কংগ্রেস৷ পরিকল্পনা ছিল, আগরতলা-সহ বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানো হবে৷ কিন্তু জেলাশাসকের অনুমতি না মেলায় জায়ান্ট স্ক্রিন বসানোও সম্ভব হয়নি। গতবছর, ত্রিপুরায় বেলা ২টো থেকে করোনা বিধিনিষেধের কারণে কার্ফু জারি হয়ে যায়, তাই তৃণমূলের পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছিল৷  যদিও এখনই হার মানতে চাইছিলেন না কর্মীরা। আর এক বছর পরে নিজেদের দলীয় কার্যালয়-সহ একাধিক জায়গায় ২১ জুলাই পালন করল তৃণমূল কংগ্রেস।
এবার ২১ জুলাই পালনে ত্রিপুরাকে আলাদা গুরুত্ব দিয়েছে তৃণমূল। কারণ পড়শি রাজ্যে প্রভাব বিস্তারের মাধ্যমেই তৃণমূল নিজেকে প্রসারিত করতে চেয়েছে। সেই মতো আগেভাগে ডাক পাঠানো হয়েছিল ত্রিপুরা প্রদেশ নেতৃত্বকে-কে। রাজনৈতিক মহলের মতে, ত্রিপুরাতেও বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলে ২০২৪ এর লোকসভা ভোটের আগে জাতীয় স্তরে যে বার্তা যাবে তাতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির সুবিধা হবে। দ্বিতীয়ত, মমতা বন্দোপাধ্যায় যে একমাত্র বিজেপি বিরোধী মুখ সেটাও বুঝিয়ে দেওয়া যাবে। তাই ত্রিপুরায় এখন থেকেই সংগঠনের ঝাঁজ বাড়াতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর আগামী বছর ত্রিপুরা রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। এই সব বিবেচনা করেই পোস্টার ছড়ানো শুরু হয়।
advertisement
advertisement
কিন্তু বাধ সেধেছিল গত বছর করোনা। তৃণমূলের বক্তব্য, গত বছর ত্রিপুরার করোনা পরিস্থিতি সামাল দেওয়া যায়নি, এমন অজুহাত সামনে রেখেই বিপ্লব দেব সরকার তৃণমূলকে বাধা দিতে চেয়েছে। কার্ফু জারি করে স্বাভাবিক ভাবেই জমায়েত করতে দেওয়া হয়নি। এবার সেই ছবি বদলেছে। তাই তৃণমূল কংগ্রেস ২১ জুলাই পালন করেছে৷
advertisement
আরও পড়ুন: মর্মান্তিক! পুকুরের জলে ভাসছিল মা ও ২ শিশুর মৃতদেহ, চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে
অবশ্য শুধু ত্রিপুরাই নয়। তৃণমূল নিজেদের অস্তিত্ব বৃদ্ধিতে মরিয়া, ফলে গুজরাত, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতেও আগামী দিনে সমাবেশ পালনের প্রস্তুতি রয়েছে তাদের। তবে বিধানসভা উপনির্বাচনে হেরে তৃণমূল কংগ্রেস একটু ব্যাকফুটে রয়েছে বলে মত অনেকের। এখন দেখার আগামী বছর বিধানসভা ভোটের আগে, ত্রিপুরার ক্ষেত্রে কী রণকৌশল নেয় তৃণমূল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
21 July || গত বছর মেলেনি অনুমতি, এ বছর ২১ জুলাই ত্রিপুরার ছবি বদলে গেল পুরোটাই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement