Schoolgirls tie Rakhi to PM Modi | প্রধানমন্ত্রীর হাতে রাখি পরালেন খুদে পড়ুয়ারা... দিল্লির স্কুলে মোদিকে ঘিরে উৎসবের আবহ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Schoolgirls tie Rakhi to PM Modi | দেশের প্রধানমন্ত্রীর হাতে রাখী পরাল স্কুল পড়ুয়ারা।
রাখি বন্ধন শুধু ভাই বোন নয়, সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক৷ বুধবার সারা দেশে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আঅর সেই উৎসবে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দিল্লির একটি সরকারি স্কুলের পড়ুয়ারা তাঁর হাতে বেঁধে দিল রাখি।
রাখিক দিন সকালেই দেশের মানুষকে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী । সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন ‘পরিবারের সব সদস্যদের রাখিবন্ধনের শুভেচ্ছা জানাই। ভাই-বোনের অটুট বিশ্বাস ও গভীর ভালবাসার প্রতীক এই উৎসব। রাখি আমাদের সংস্কৃতির পবিত্র প্রতিচ্ছবি। আমার বিশ্বাস, এই উৎসবের মাধ্যমে স্নেহ, সদ্ভাব, সৌহার্দ্য সকলের জীবনে ছড়িয়ে পড়বে।’ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর জন্য পাঠানো হয়েছে রাখি।
advertisement
मेरे सभी परिवारजनों को रक्षाबंधन की हार्दिक शुभकामनाएं। बहन और भाई के बीच अटूट विश्वास और अगाध प्रेम को समर्पित रक्षाबंधन का ये पावन पर्व, हमारी संस्कृति का पवित्र प्रतिबिंब है। मेरी कामना है, यह पर्व हर किसी के जीवन में स्नेह, सद्भाव और सौहार्द की भावना को और प्रगाढ़ करे।
— Narendra Modi (@narendramodi) August 30, 2023
advertisement
advertisement
ভাই-বোনের সম্পর্কে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন ভাইয়ের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে তাঁর কব্জিতে রাখি বেঁধে দেন বোনেরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 30, 2023 3:40 PM IST