• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • স্কুল খুললেও এখনও আতঙ্কে তিনসুকিয়ার পড়ুয়া-অভিভাবক-শিক্ষকরা

স্কুল খুললেও এখনও আতঙ্কে তিনসুকিয়ার পড়ুয়া-অভিভাবক-শিক্ষকরা

 • Share this:
  #অসম: তিনসুকিয়ায় ৫ বাঙালিকে হত‍্যার পর থেকেই উত্তপ্ত অসম। ঘটনার জেরে শুক্রবার থেকে বন্ধ ঢোলার প্রাথমিক স্কুল। সোমবার খুললেও আতঙ্কে পড়ুয়া-অভিভাবক থেকে শিক্ষকরা। তাঁদের একটাই প্রশ্ন, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে?
  বিছনীমুখ প্রাথমিক বিদ‍্যালয় থেকে মাত্র দেড়-দু কিলোমিটার দূরেই গত বৃহস্পতিবার ঘটে সেই নারকীয় হত‍্যার ঘটনা। গুলি করে খুন করা হয় পাঁচ বাঙালিকে। তারপর থেকেই সকলে আতঙ্কে কাঁটা। বন্ধ হয়ে যায় স্কুল। সোমবার ফের খুলেছে। কিন্তু, পড়ুয়ার সংখ‍্যা অনেকটাই কম। যারা এসেছে তাদের মনেও ভয়।
  বিছনীমুখ প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সরবাহাদুর রাই-এর ভাষায়, ''
  আর্মি হ‍্যায়, ফিরভি ডর হ‍্যায়...ডর সে স্টুডেন্ট কম...পড়াই মে ক্ষতি!''
  বাচ্চাগুলি হয়ত ঠিক মতো জানেই না কী হয়েছে। শুধু বোঝে, চারপাশে একটা আতঙ্কের পরিবেশ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে? কবে শাস্তি পাবে দোষীরা? উত্তর চায় তিনসুকিয়া।
  First published: