দীপাবলির আগেই ধোঁয়ায় ঢেকেছে রাজধানী
Last Updated:
#নয়াদিল্লি: ধোঁয়াশায় ঢেকে গিয়েছে রাজধানী ৷ ঘন কালো পুরু ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস নেওয়াই দায় হয়ে গিয়েছে ৷ চিকিৎসকেরা বলছেন, দিনে ১৫-২০টি সিগারেট খাওয়ার থেকেও খারাপ পরিস্থিতি এই মুহূর্তে দিল্লির ৷ দীপাবলির আগেই ধোঁয়ায় ঢাকল রাজধানী ৷
চিকিৎসকেরা জানাচ্ছেন, বায়ুদূষণের জেরে ফুসফুস মারাত্মক ক্ষতি হচ্ছে ৷ শ্বাস-প্রশ্বাস নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন ৷ রাজ্যজুড়ে সচেতনতার প্রচার চলছে ৷ হাসপাতাল জুড়ে বাড়ছে রোগীর ভিড় ৷ নাকে, গলায় জ্বালা-জ্বালা ভাব, কাশিতে আক্রান্ত রাজধানীবাসী ৷
এই ঘটনায় রাজ্যবাসী রাজ্য সরকার এবং কেন্দ্রকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে রাজ্যবাসী ৷
advertisement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতে প্রতিবছর ১০ লাখেরও বেশি লোক ধোঁয়ার কারণে মারা যায়। রাজধানী দিল্লী বিশ্বের সবচেয়ে দূষিত শহর।
advertisement
পরিবেশবিদরা বলছেন, "দিল্লিতে দূষণের যেগুলো স্বাভাবিক উৎস, সেগুলো তো আছেই। তার সঙ্গে এখন যোগ হয়েছে একটা বিশেষ ওয়েদার প্যাটার্ন - অ্যান্টি সাইক্লোন। এতে বাতাসের গতিবেগ প্রায় শূন্যে নেমে গেছে, আর যেটুকু বাতাস আছে তাতে বাইরের পলিউট্যান্টগুলো দিল্লিতে ঢুকছে, কিন্তু দিল্লি থেকে বেরোতে পারছে না।"
Location :
First Published :
November 05, 2018 8:32 PM IST