পেট ব্যথা থেকে বমি! স্কুলের হস্টেলের খাবার থেকে বিপত্তি! তেলঙ্গনায় হাসপাতালে ভর্তি ৫২ জন পড়ুয়া
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জানা গিয়েছে, প্রায় ১১০ জন পড়ুয়া স্কুলের হস্টেলে সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ রাতের খাবার খাওয়ার পর থেকেই পেট ব্যথার কথা জানাতে শুরু করে। ধরমভারামের বিসি রেসিডেনশিয়াল বয়েজ' স্কুলের ১১০ জন পড়ুয়ার মধ্যে ৫২ জন খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাঁরা বমি করতে শুরু করে, তাদের তড়িঘড়ি গাঢ়য়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩২ জনকে ছেড়ে দেওয়া হয়।
হায়দরাবাদ: হস্টেলের খাবার খাওয়ার পরেই বিপত্তি মোট ৫২ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হল! তেলঙ্গনার জগুলাম্বা গাঢ়ওয়াল জেলায় শুক্রবার এই ঘটনা ঘটার পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে।
পড়ুয়াদের ধর্মাভারম এলাকার একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার ডাক্তাররা জানিয়েছেন প্রত্যেকের অবস্থা আপাতত স্থিতিশীল।
জানা গিয়েছে, প্রায় ১১০ জন পড়ুয়া স্কুলের হস্টেলে সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ রাতের খাবার খাওয়ার পর থেকেই পেট ব্যথার কথা জানাতে শুরু করে। ধরমভারামের বিসি রেসিডেনশিয়াল বয়েজ’ স্কুলের ১১০ জন পড়ুয়ার মধ্যে ৫২ জন খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। তাঁরা বমি করতে শুরু করে, তাদের তড়িঘড়ি গাঢ়য়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩২ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকিদের উপর নজরদারি চালানো হচ্ছে।
advertisement
advertisement
অন্যদিকে এই বিষয়ে জেলার স্বাস্থ্য আধিকারিকরা ইতিমধ্যেই একটি বিশেষ অভিযান শুরু করেছে। ওই খাবার থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
কিছুদিন আগেই, ওড়িশার র্যাভেনশ ইউনিভার্সিটির ১৫ জন ছাত্রকেও এইরকমই খাদ্যে বিষক্রিয়ার জন্যই এসসিবি মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 7:33 PM IST

