Ahamedabad School Student: ক্লাস ৯-র পড়ুয়া বাঁচতে দিল না ক্লাস টেনের ছাত্রকে, ছুরি মেরে কুপিয়ে খুন, স্কুলে এও হচ্ছে, চরম আতঙ্কিত মা-বাবারা স্কুলে ঢুকে করলেন ধুন্ধুমার
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
School Student No More: আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় স্কুলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে৷s
আহমেদাবাদ: গুজরাতের আহমেদাবাদে একটি বেসরকারি স্কুলে তুমুল ঝামেলা৷ অভিযোগ দশম শ্রেণির ১৫ বছর বয়সী এক ছাত্রকে নবম শ্রেণির এক ছেলে ছুরিকাঘাতে হত্যা করেছে৷ আহতকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু মঙ্গলবার রাতে গুরুতর আহত সেই পড়ুয়াকে আর বাঁচানো যায়নি৷
ছুরিকাঘাতে আহত ছাত্রটি সিন্ধি সম্প্রদায়ের ছিল। তার মৃত্যুর খবর পেয়ে ভোরে স্কুলে বিপুল সংখ্যক সেই সম্প্রদায়ের মানুষ স্কুলের সামনে জড়ো হন। অভিযুক্ত ছেলেটি মুসলিম সম্প্রদায়ের ছিল। এই ঘটনায় পড়ুয়ার বাবা-মা, হিন্দু সংগঠন এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) -র কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা স্কুল প্রাঙ্গণে ভাঙচুর চালায় এবং এমনকি স্কুল কর্মীদের উপরও হামলা চালায় বলে জানা গেছে।
advertisement
advertisement
#WATCH | Gujarat: A class 8 student was stabbed and injured by a student of class 10 in Seventh-Day Adventist school, Ahmedabad, yesterday.
Visuals from the school as people, including the injured child’s relatives, create ruckus here. pic.twitter.com/A1jHkTcZFd
— ANI (@ANI) August 20, 2025
advertisement
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় স্কুলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে৷ বিক্ষোভকারীদের সঙ্গেও পুলিশের সংঘর্ষ হয়৷ যে ছুরি মেরেছে সেই নবম শ্রেণির ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ জুভেনাইল আইনের অধীনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে৷
ঘটনার জন্য জবাবদিহির দাবিতে অভিভাবক এবং হিন্দু গোষ্ঠীগুলি স্কুলের অধ্যক্ষ এবং পরিচালন কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 3:32 PM IST