School Bomb Threat: একটা ইমেইল, চার-চারটি স্কুল মুহূর্তে করা হল খালি! প্রবল আশঙ্কায় অভিভাবকরা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
School Bomb Threat: সোমবার সকালেই জয়পুরের চার-পাঁচটি স্কুলে আসে ইমেইল।
জয়পুর: দিন কয়েক আগেই দিল্লির ৭০-এর বেশি স্কুলে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। নয়ডায় অন্তত ২ টি স্কুলে এমন হুমকি এসেছিল। ঘটনার পরই তড়িঘড়ি দিল্লির লেফ্টন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এলাকার অন্যান্য স্কুলেও এই হুমকি মেইলের খবর আসতেই সেগুলি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। অন্যদিকে, যে সমস্ত স্কুলে মেইল এসেছে, সেখানে পৌঁছেছিল বম্ব স্কোয়াড। দিল্লি, নয়ডার পর এবার জয়পুর। ঘটল একই ধরনের ঘটনা।
সোমবার সকালেই জয়পুরের চার-পাঁচটি স্কুলে আসে ইমেইল। সঙ্গে সঙ্গে খবর পৌঁছয় রাজস্থান পুলিশের কাছে। জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোশেপ বলেন, ”চার-পাঁচটি স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি এসেছে। পুলিশ প্রতিটি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।”
আরও পড়ুন: ২০৬০ সাল, আর মাত্র ৩৬ বছর, পৃথিবীতে ঘটবে ভয়ঙ্কর ঘটনা! যে সে নয়, লিখে গিয়েছেন স্বয়ং আইজ্যাক নিউটন
advertisement
advertisement
প্রসঙ্গত, রবিবারও আটটি হাসপাতাল ও ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরেও ছড়িয়ে পড়েছিল বোমাতঙ্ক।
পুলিশ সূত্রে খবর, এটা নেহাতই ভুয়ো ও দুষ্ট অভিসন্ধি থেকে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র আতঙ্ক তৈরির জন্য করা হয়েছে। সাইবার সেল ইউনিট ইমেইল ও আইপি অ্যাড্রেসের খোঁজ করছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2024 1:00 PM IST