ইয়েস ব্যাঙ্কের ৭২৫০ কোটি টাকার শেয়ার কেনার অনুমতি পেল এসবিআই
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
একটি বিবৃতি দিয়ে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়, সেন্ট্রাল বোর্ডের একজিকিউটিভ কমিটি ১১ মার্চ আয়োজিত একটি বৈঠকে ১০ টাকা করে ৭২৫ কোটি শেয়ার কেনার বিষয়ে সবুজ সংকেত দেয়৷
#নয়াদিল্লিঃ ইয়েস ব্যাঙ্কের ৭২৫০ টাকা কেনার অনুমোদন পেল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া৷
একটি বিবৃতি দিয়ে স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়, সেন্ট্রাল বোর্ডের একজিকিউটিভ কমিটি ১১ মার্চ আয়োজিত একটি বৈঠকে ১০ টাকা করে ৭২৫ কোটি শেয়ার কেনার বিষয়ে সবুজ সংকেত দেয়৷
রিজার্ভ ব্যাঙ্কের পরিকল্পনা খসড়া অনুযায়ী, রিজার্ভ ব্যঙ্কের পরিকল্পনা খসড়া অনুযায়ী বেসরকারি ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ মালিকানা নিজেদের হতে নিতেই এই উদ্যোগ এসবিআই-এর৷
advertisement
advertisement
গত বৃহস্পতিবার ইয়েস ব্যাঙ্কের নিয়ন্ত্রণ নিজদের হাতে নেয় রিজার্ভ ব্যাঙ্ক৷ গ্রাহকদের টাকা তোলা, লোন নেওয়ার ওপরেও বিধিনিষেধ আরোপিত হয়৷ বলা হয়, আগামী ৩ এপ্রিল পর্যন্ত ৫০০০০ টাকার বেশি ব্যাঙ্ক থেকে তোলা যাবে না৷ এর পরে আসলে নামে ইডি৷ পুলিশি হেফাজতে নেওয়া হয় ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা রানা কাপূরকে৷
ইয়েস ব্যাঙ্কের এক কর্তা এদিন অবশ্য আশ্বস্ত করেছেন, খুব শিগগির টাকা তুলতে পারবেন গ্রাহকরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2020 9:12 PM IST