Mohan Bhagwat| সাভারকার মুসলমানের শত্রু ছিলেন না, সংস্কৃতির ভেদাভেদ করেননি: মোহন ভাগবত
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Mohan Bhagwat| বীর সাভারকার, দ্য ম্যান হু কুড প্রিভেন্ট পার্টিশন নামক গ্রন্থের উদ্বোধনী অনুষ্ঠানে মোহন ভাগবতের স্পষ্ট দাবি, বীর সভারকার মুসলমানের শত্রু ছিলেন না।
#নয়াদিল্লি| PTI: হিন্দু -মুসলিমের সাংস্কৃতিক ও ধর্মীয় উপাচারের পার্থক্য রয়েছে বলেই তাদের মধ্যে ভেদাভেদ করতে হবে, বীর সাভারকারের আদর্শে এমনটা কখনও বলা হয়নি, মঙ্গলবার এই দাবিই করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। বীর সাভারকার, দ্য ম্যান হু কুড প্রিভেন্ট পার্টিশন নামক গ্রন্থের উদ্বোধনী অনুষ্ঠানে মোহন ভাগবতের স্পষ্ট দাবি, বীর সভারকার মুসলমানের শত্রু ছিলেন না।উদাহরণ তুলে ধরে তিনি বলছেন, সাভারকার বেশ কয়েকটি গজলও লিখেছিলেন উর্দুতে।
মোহন ভাগবত এদিন বলেন, "বহু মানুষই হিন্দুত্বের কথা বলেছেন এবং ভারতীয় সমাজে ঐক্যের কথা বলেছেন। ফারাক এই যে সাভারকার কথাটা বলেছিল জোরের সঙ্গে। এবং যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে সকলেই যদি জোরের সঙ্গে এই কথাটা বলতেন তাহলে ভারত ভাগ হতো না। মোহন ভাগবত এর বক্তব্য, ভারত ভাগের পর যে মুসলমানরা পাকিস্তান এগিয়ে রয়েছেন তাদের কোনও সম্মান নেই সে দেশে। কারণ আদতে তাঁরা ভারতীয় এবং এই সত্য বদলাবে না।"
advertisement
advertisement
হিন্দু মুসলিম ঐক্য বিষয়ে মোহন ভাগবত বলছেন, "আমাদের পূর্বপুরুষরা একই। শুধু আমাদের পুজোর রীতিগুলি আলাদা। আমরা আমাদের মুক্তমনা সনাতন ধর্মের জন্য গর্বিত। আমাদের ধর্মীয় বোধই আমাদের একত্রে থাকার অভিজ্ঞান।"
মোহন ভাগবত আরও বলছেন, "বিবেকানন্দর হিন্দুত্ব এবং বীর সাভারকারের হিন্দুত্বে কোনও ফারাক নেই। দুজনেই সাংস্কৃতিক জাতীয়তাবাদের কথা বলেছেন।"
advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনাথ সিং-ও। আরও এক ধাপ এগিয়ে প্রতিরক্ষামন্ত্রীর রাজনাথ সিং বলেন, "মহাত্মা গান্ধীর কথায় সেদিন সাভারকার ক্ষমা প্রার্থনা করেছিলেন ব্রিটিশ সরকারের কাছে। মার্ক্সিস্ট এবং লেনিনিস্টরা তাঁকে জেনে-বুঝেই ফ্যাসিস্টদের তকমা দিয়েছে। সাভারকার আসলে একজন জাতীয় আইকন।" দেশের প্রথম প্রতিরক্ষা কৌশলী তিনি, বলছেন রাজনাথ সিং।
রাজনাথের কথায়, "সাভারকারের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে কিন্তু তাতে তার ইমেজ খাটো হয়না। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী এবং জাতীয়তাবাদী।"
advertisement
-Input PTI
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2021 12:42 PM IST