জেলে VIP সুযোগ- সুবিধা পাওয়ার জন্য ২ কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ শশীকলার বিরুদ্ধে
Last Updated:
পোয়েজ গার্ডেনের থেকে কোনও অংশ কম বিলাসবহুল ভাবে দিন কাটাচ্ছেন না শশীকলা ৷ বহাল তবিয়তেই রয়েছেন জেলে ৷
#বেঙ্গালুরু: পোয়েজ গার্ডেনের বিলাসবহুল ঘরে রাত কাটানো আপাতত অতীত। বেঙ্গালেরু সেন্ট্রাল জেলের সেলই এখন শশীকলা নটরাজনের স্থায়ী আস্তানা। দুর্নীতি মামলায় আদালতের রায়ে ইতিমধ্যেই চার বছরের জেল হয়েছে এআইএডিএমকে নেত্রী শশীকলা নটরাজনের। কিন্তু পোয়েজ গার্ডেনের থেকে কোনও অংশ কম বিলাসবহুল ভাবে দিন কাটাচ্ছেন না শশীকলা ৷ বহাল তবিয়তেই রয়েছেন জেলে ৷
জানা গিয়েছে, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলার খাবার নিয়ে যাতে কোনও অসুবিধআ না হয় সেই কারণে জেলের ভিতরে তৈরি হয়েছে নতুন একটি রান্নাঘর ৷
সম্প্রতি এক পদস্থ জেল আধিকারিক রূপা তার রিপোর্টে জানিয়েছেন, জেলের ভিতরে ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার জন্য প্রায় ২ কোটি টাকা ঘুষ দিয়েছেন শশীকলা ৷ রিপোর্টে তিনি জানিয়েছেন তার বসের দিকে অভিযোগর আঙুল তুলেছেন তিনি ৷ জেলে বেআইনি এই সমস্ত কিছু হচ্ছে জেনেও নাকি চুপ করে রয়েছেন ৷ রাজ্যের কারা বিভাগের ডিরেক্টর জেনারেল এইচ এম সত্যনারায়ণ রাওয়ের কাছে একটি রিপোর্ট পাঠিয়েছেন তিনি ৷ এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
শুধু শশীকলাই নয়, বহু কোটি টাকার স্ট্যাম্প কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত আব্দুল করিম তেলগিও জেলে বহাল তবিয়তে রয়েছেন বলে জানা গিয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2017 11:26 AM IST