#লখনউ: স্বপ্না চৌধুরি৷ হিন্দি বলয়ের জনপ্রিয় নাম৷ তিনি স্টেজে উঠলেই ঝড় ওঠে৷ তাঁর পায়ের তালে তালে দুলতে থাকে দর্শকদের শরীরও৷ তবে দর্শক টানার জন্য কোনও রকম অস্বাভাবিক পোশাক পরেন না স্বপ্না৷ নাচই তাঁর সম্বল৷ সেই নাচকে কেন্দ্র করেই তাঁর উত্থান৷ স্বপ্নার এক ঝলক দেখতে ভিড় জমে যায় আর সঙ্গে চলে দেদার টাকা ওড়ানো৷
এতটাই জনপ্রিয় স্বপ্না চৌধুরি যে ভোটের বাজারেও তার নাম ব্যবহার করা হয়৷ রাজনীতিতে আসার কথা শোনাও যায়৷ তবে সে সব অতীত৷ নাচ ছাড়া আর কিছুতেই মন দিতে চান না এই মেয়ে৷ তাই তো স্টেজে উঠেই দর্শকদের মন কাড়েন সকলের প্রিয় স্বপ্না৷ দেখুন তাঁর নতুন নাচের ভিডিও...
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sapna Choudhary