Maharshtra Murder: সোনমের পরে এবার রাধিকাকে নিয়ে তোলপাড় গোটা দেশ... ঘুমন্ত স্বামীকে কুড়ুল মেরে খুন, পিছনে আরও বড় কারণ?

Last Updated:

Maharshtra Murder: মহারাষ্ট্রের এই হত্যার খবর এমন এক সময়ে এসেছে যখন সোনম রঘুবংশীর কাণ্ডে গোটা বিশ্ব তোলপাড়। সূত্রের খবর, সোনম জোর করে তার স্বামী রাজাকে মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ে নিয়ে গিয়েছিলেন। এরপর নিজের অপহরণের পরিকল্পনা করেছিলেন যাতে কেউ সন্দেহ না করে। ২৩ মে তিনি তার স্বামীকে হত্যা করেন।

AI Image
AI Image
মহারাষ্ট্র: ইন্দোরের সোনমের পর এবার শিরোনামে সাঙ্গলির রাধিকা লোখান্ডে। পুলিশের সূত্রে খবর, অভিযুক্ত স্ত্রী রাধিকা লোখান্ডে এবং মৃত অনিল লোখান্ডের বিয়ে হয়েছিল মাত্র তিন মাস আগে। স্বামী-স্ত্রীর মধ্যে সামান্যই বিরোধ ছিল। কিন্তু পরে এই বিরোধ এতটাই বেড়ে যায় যে স্ত্রী একপ্রকার রক্তপিপাসু হয়ে ওঠেন। স্বামী যখন ঘরে অঘোরে ঘুমাচ্ছিলেন, তখন স্ত্রী রাধিকা তাঁকে কুড়াল দিয়ে আক্রমণ করে হত্যা করে। বর্তমানে, অভিযুক্ত স্ত্রী রাধিকাকে পুলিশ গ্রেফতার করেছে।
সাঙ্গলি পুলিশ সূত্রে খবর, পরিদর্শক দীপক বান্দওয়ালকর জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে স্ত্রী তার স্বামীকে কুড়ুল দিয়ে হত্যা করেন। অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তবে আরও তদন্তের পরে এই হত্যার পিছনের কারণ জানাবে।
advertisement
মহারাষ্ট্রের এই হত্যার খবর এমন এক সময়ে এসেছে যখন সোনম রঘুবংশীর কাণ্ডে গোটা বিশ্ব তোলপাড়। সূত্রের খবর, সোনম জোর করে তার স্বামী রাজাকে মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ে নিয়ে গিয়েছিলেন। এরপর নিজের অপহরণের পরিকল্পনা করেছিলেন যাতে কেউ সন্দেহ না করে। ২৩ মে তিনি তার স্বামীকে হত্যা করেন। ২ জুন রাজা রঘুবংশীর মৃতদেহ পাওয়া যায়। এরপর সোনম ইন্দোরেও যান। ৯ই জুন গাজিপুর থেকে সোনমকে গ্রেফতার করার পর মেঘালয় হত্যার রহস্যের পর্দাফাঁস হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharshtra Murder: সোনমের পরে এবার রাধিকাকে নিয়ে তোলপাড় গোটা দেশ... ঘুমন্ত স্বামীকে কুড়ুল মেরে খুন, পিছনে আরও বড় কারণ?
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement