পুলিশ সুপারের বয়ানে এখনও ধোঁয়াশা, সন্তুষ্ট নয় NIA

Last Updated:

পাঠানকোট হামলার প্রতক্ষ্যদর্শী সলবিন্দর সিং এখন সন্দেহের তালিকায় ৷ মঙ্গলবার এনআইএ অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সলবিন্দর সিংকে ৷ কীভাবে পাঠানকোট এয়ারবেসে ঢুকেছিল জঙ্গিরা? লাগাতর দু‘দিন জেরার পর এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে এই বিষয়ে৷ দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের পরও সলবিন্দরের দেওয়া বয়ানে অসঙ্গতি থাকায় সন্তুষ্ট নয় গোয়েন্দা সংস্থা ৷ জানা গিয়েছে, গুরদাসপুরের অপহৃত এসপি সলবিন্দর সিংকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ বয়ানে অসঙ্গতির কারণে এসপির পলিগ্রাফ টেস্ট করাও হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা ৷

#নয়াদিল্লি: পাঠানকোট হামলার প্রতক্ষ্যদর্শী সলবিন্দর সিং এখন সন্দেহের তালিকায় ৷ মঙ্গলবার এনআইএ অফিসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় সলবিন্দর সিংকে ৷ কীভাবে পাঠানকোট এয়ারবেসে ঢুকেছিল জঙ্গিরা? লাগাতর দু‘দিন জেরার পর এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে এই বিষয়ে৷ দ্বিতীয় দিনের জিজ্ঞাসাবাদের পরও সলবিন্দরের দেওয়া বয়ানে অসঙ্গতি থাকায় সন্তুষ্ট নয় গোয়েন্দা সংস্থা ৷ জানা গিয়েছে, গুরদাসপুরের অপহৃত এসপি সলবিন্দর সিংকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ বয়ানে অসঙ্গতির কারণে এসপির পলিগ্রাফ টেস্ট করাও হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা ৷
ঘটনার দিন সলবিন্দর, তাঁর রাঁধুনি ও এক বন্ধুকে অপহরণ করেন জঙ্গিরা ৷ এসপি ও তাঁর সঙ্গীদের বয়ানে অসঙ্গতি মেলায় সন্দেহের তীর উঠেছে গুরদাসপুরের এসপি-র উপরে ৷ এসপি-র মুখোমুখি বসিয়ে রাঁধুনি ও বন্ধুকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে ৷ পাঠানকোট হামলার সঙ্গে সলবিন্দর সিংয়ের কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পুলিশ সুপারের বয়ানে এখনও ধোঁয়াশা, সন্তুষ্ট নয় NIA
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement