• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • তপশিলি জাতিবিরুদ্ধ মন্তব্যের অভিযোগ, নয়া বিতর্কে অভিনেতা সলমন খান

তপশিলি জাতিবিরুদ্ধ মন্তব্যের অভিযোগ, নয়া বিতর্কে অভিনেতা সলমন খান

Salman Khan

Salman Khan

অভিনেতা সলমন খানকে ঘিরে ফের বিতর্ক।

 • Share this:

  #মুম্বই: অভিনেতা সলমন খানকে ঘিরে ফের বিতর্ক। তপশিলি জাতিবিরুদ্ধ মন্তব্য করে বাল্মীকি সমাজকে আঘাত করেছেন তিনি। এই অভিযোগে অভিনেতাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল তপশিলি জাতীয় কমিশন।

  সেইসঙ্গে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং দিল্লি ও মুম্বইয়ের পুলিশ কমিশনারকে সাতদিনের মধ্যে এনিয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে কমিশন। বিতর্কের জেরে রাজস্থানে সলমনের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভের পাশাপাশি তাঁর ছবির পোস্টার ছিড়ে দেন বাল্মীকি সম্প্রদায়ের প্রতিনিধিরা। শুক্রবারই মুক্তি পেয়েছে সলমন খানের নতুন ফিল্ম টাইগার জিন্দা হ্যায়।

  First published: