‘হিন্দু শাসক’ মন্তব্য নিয়ে রাজনাথকে আক্রমণ সেলিমের

Last Updated:

আটশো বছরে এই প্রথম ভারতে কোনও হিন্দু প্রধানমন্ত্রী হয়েছেন’৷ এমনটাই নাকি রাজনাথ সিং বলেছিলেন মোদি ক্ষমতায় আসার পর, দাবি করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম ৷ সোমবার লোকসভা অধিবেশনে এই মন্তব্যকে নিয়ে সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করলেন সেলিম ৷

#নয়াদিল্লি: ‘আটশো বছরে এই প্রথম ভারতে কোনও হিন্দু প্রধানমন্ত্রী হয়েছেন’৷ এমনটাই নাকি রাজনাথ সিং বলেছিলেন মোদি ক্ষমতায় আসার পর, দাবি করলেন সিপিএম সাংসদ মহম্মদ সেলিম ৷ সোমবার লোকসভা অধিবেশনে এই মন্তব্যকে নিয়ে সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করলেন সেলিম ৷ সংসদে সেলিম-রাজনাথ বিতর্কে উত্তপ্ত হয়ে উঠে লোকসভার শীতকালীন অধিবেশন ৷ শুরু হয় হট্টোগোল ৷ মুলতুবি হয় অধিবেশনও৷
অসহষ্ণিুতা ইস্যুতে উত্তপ্ত হতে পারে লোকসভা অধিবেশন ৷ এমন আশঙ্কা আগে থেকেই করা হয়েছিল ৷ আর ঠিক তাই হল ৷ অধিবেশন শুরু হতেই অসহষ্ণিুতা নিয়ে বিজেপির উপরে সরব হল বিরোধীরা ৷ একের পর এক তোপ দাগতে শুরু করা হয় শাসক দলের উপরে ৷ কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে আক্রমণ করে, বামফ্রন্টের মহম্মদ সেলিম সংবাদমাধ্যমে বেরোনো একটি খবরের প্রসঙ্গ তুলে আনেন ৷ কেন্দ্রে বিজেপি ক্ষমতায় আসার পর রাজনাথ সিং নাকি বলেছিলেন ‘ আটশো বছর পর হিন্দু শাসক পেল ভারত ৷’
advertisement
অন্যদিকে, সেলিমের অভিযোগকে উড়িয়ে দিয়ে রাজনাথ জানান, তিনি কোনও দিন এমন মন্তব্য করেননি ৷ সেলিমের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘বামফ্রন্টের সাংসদ তাঁর উপর একটা গুরুতর অভিযোগ এনেছেন ৷ আমি ওঁর কাছে জানতে চাই কোথায় আমি এমন মন্তব্য করেছি ৷ যদি না বলতে পারে তাহলে এমন মন্তব্য করার জন্য সেলিমকে ক্ষমা চাইতে হবে ৷’ সেলিম অবশ্য পাল্টা জবাবে বলেন যে তিনি একটি পত্রিকায় ছাপা খবর দেখেই এই মন্তব্য করেছেন ৷ তিনি আরও বলেন, ‘যদি রাজনাথ এরকম কিছু না বলে থাকেন তাহলে ওই সংস্থাকে উনি আইনি নোটিস পাঠান ৷’
advertisement
advertisement
রাজনাথ এদিন জানান, সেলিমের এই অভিযোগে তিনি সব চেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন ৷ এই মন্তব্যের পর হট্টোগোল শুরু হয়ে যায় পার্লামেন্টে ৷ হট্টোগোলের জেরে দুপুর অবধি মুলতুবি থাকে অধিবেশন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘হিন্দু শাসক’ মন্তব্য নিয়ে রাজনাথকে আক্রমণ সেলিমের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement