Mulayam Singh Yadav: এক বেলা না খেয়ে নেতাজিকে বিধায়ক করেছিল সেফই, শোকে ডুবে মুলায়মের পৈতৃক গ্রাম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গ্রামবাসীদের এই আত্মত্যাগের ফলেই প্রথম বার নির্বাচনে লড়ে জয়ী হন মুলায়ম৷ এটাওয়া জেলার যশবন্ত নগর কেন্দ্র থেকে ভোটে জয়ী হন তিনি৷
#লখনউ: তাঁর মৃত্যু সংবাদ পেয়ে শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছিলেন, মুলায়ম সিং যাদব ছিলেন মাটির সঙ্গে যোগ রাখা একজন নেতা৷
নরেন্দ্র মোদি যে কিছু ভুল বলেননি, মুলায়মের পৈতৃক গ্রাম সেফই-তে গেলেই তা স্পষ্ট হয়ে যাবে৷ উত্তর প্রদেশের এটাওয়ার এই গ্রামেই ১৯৩৯ সালে জন্মেছিলেন মুলায়ম৷ আজ এই গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
মুলায়মের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই শোকে মূহ্যমান সেফই৷ একই সঙ্গে মুলায়মের সঙ্গে গ্রামবাসীদের আত্মার যোগ নিয়ে চলছে আলোচনা৷ ১৯৬৭ সালে প্রথমবার মুলায়মকে বিধায়ক করতে কীভাবে এক বেলার খাবার ত্যাগ করে অর্থ সংগ্রহ করেছিলেন সেইফাই গ্রামের বাসিন্দারা, উঠে আসছে সেই কাহিনিও৷
advertisement
advertisement
১৯৬৭ সালে বিধানসভা নির্বাচনে লড়ার জন্য মুখিয়ে ছিলেন মুলায়ম৷ কিন্তু প্রয়োজনীয় অর্থ ছিল না তাঁর কাছে৷ ততদিনে গ্রামবাসীদের কাছে নেতাজি হয়ে উঠেছেন মুলায়ম৷ ভোটে লড়া নিয়ে একদিন মুলায়মের বাড়ির ছাদেই গোটা গ্রামকে নিয়ে বৈঠক ডাকা হয়৷ সেখানেই সোনেলাল শাকিয়া নামে একজন গ্রামবাসী প্রস্তাব দেন, গ্রামের প্রত্যেক বাসিন্দা যদি এক বেলা না খেয়ে সেই টাকা মুলায়মের হাতে তুলে দেন, তাহলেই ভোটে লড়ার খরচ অনেকটা উঠে আসবে৷ এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান গ্রামের সব বাসিন্দা৷ বিরোধিতা করেননি একজনও৷
advertisement
গ্রামবাসীদের এই আত্মত্যাগের ফলেই প্রথম বার নির্বাচনে লড়ে জয়ী হন মুলায়ম৷ এটাওয়া জেলার যশবন্ত নগর কেন্দ্র থেকে ভোটে জয়ী হন তিনি৷
স্মৃতি রোমন্থন করে গ্রামের প্রবীণরা বলছেন, মুলায়মের ভাষণ শুনতে রীতিমতো ভিড় উপচে পড়ত৷ সেই সমস্ত সভায় তাঁকেএকটি ভোটের সঙ্গে একটি নোট অর্থাৎ এক টাকা অনুদান দেওয়ার জন্য গ্রামবাসীদের কাছে আবেদন জানাতেন মুলায়ম৷ একই সঙ্গে প্রতিশ্রুতি দিতেন, বিধায়ক হলে সুদ সমেত সেই টাকা ফিরিয়ে দেবেন তিনি৷ মুলায়মের এই আবেদনে আস্থাও রেখেছিলেন সাইফাইয়ের বাসিন্দারা৷ নিজেদের সাধ্যমতো মুলায়মকে আর্থিক সাহায্য করতেন তাঁরা৷
advertisement
শুধু তাই নয়, বন্ধু দর্শন সিং-এর সঙ্গে সাইকেলে চেপে ঘুরে ঘুরে মুলায়ম কীভাবে প্রচার সারতেন, সেই গল্পও এখন শোনা যাচ্ছে সাইফাইতে৷ পরে অবশ্য একটি পুরনো গাড়ি কেনেন তিনি৷ যদিও বেশিরভাগ সময়ই সেটিকে ঠেলে ঠেলে রাস্তা দিয়ে নিয়ে যেতে হত৷ সাইফাইয়ের বাসিন্দারা বলছেন, এভাবেই সংগ্রাম করে উঠে এসেছেন মুলায়ম সিং যাদব, কিন্তু কখনও হাল ছাড়েননি তাঁদের প্রিয় নেতাজি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2022 9:40 AM IST