Mulayam Singh Yadav: এক বেলা না খেয়ে নেতাজিকে বিধায়ক করেছিল সেফই, শোকে ডুবে মুলায়মের পৈতৃক গ্রাম

Last Updated:

গ্রামবাসীদের এই আত্মত্যাগের ফলেই প্রথম বার নির্বাচনে লড়ে জয়ী হন মুলায়ম৷ এটাওয়া জেলার যশবন্ত নগর কেন্দ্র থেকে ভোটে জয়ী হন তিনি৷

পৈর্তৃক গ্রামেই শেষকৃত্য হবে মুলায়ম সিং যাদবের৷
পৈর্তৃক গ্রামেই শেষকৃত্য হবে মুলায়ম সিং যাদবের৷
#লখনউ: তাঁর মৃত্যু সংবাদ পেয়ে শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লিখেছিলেন, মুলায়ম সিং যাদব ছিলেন মাটির সঙ্গে যোগ রাখা একজন নেতা৷
নরেন্দ্র মোদি যে কিছু ভুল বলেননি, মুলায়মের পৈতৃক গ্রাম সেফই-তে গেলেই তা স্পষ্ট হয়ে যাবে৷ উত্তর প্রদেশের এটাওয়ার এই গ্রামেই ১৯৩৯ সালে জন্মেছিলেন মুলায়ম৷ আজ এই গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷
মুলায়মের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকেই শোকে মূহ্যমান সেফই৷ একই সঙ্গে মুলায়মের সঙ্গে গ্রামবাসীদের আত্মার যোগ নিয়ে চলছে আলোচনা৷ ১৯৬৭ সালে প্রথমবার মুলায়মকে বিধায়ক করতে কীভাবে এক বেলার খাবার ত্যাগ করে অর্থ সংগ্রহ করেছিলেন সেইফাই গ্রামের বাসিন্দারা, উঠে আসছে সেই কাহিনিও৷
advertisement
advertisement
১৯৬৭ সালে বিধানসভা নির্বাচনে লড়ার জন্য মুখিয়ে ছিলেন মুলায়ম৷ কিন্তু প্রয়োজনীয় অর্থ ছিল না তাঁর কাছে৷ ততদিনে গ্রামবাসীদের কাছে নেতাজি হয়ে উঠেছেন মুলায়ম৷ ভোটে লড়া নিয়ে একদিন মুলায়মের বাড়ির ছাদেই গোটা গ্রামকে নিয়ে বৈঠক ডাকা হয়৷ সেখানেই সোনেলাল শাকিয়া নামে একজন গ্রামবাসী প্রস্তাব দেন, গ্রামের প্রত্যেক বাসিন্দা যদি এক বেলা না খেয়ে সেই টাকা মুলায়মের হাতে তুলে দেন, তাহলেই ভোটে লড়ার খরচ অনেকটা উঠে আসবে৷ এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান গ্রামের সব বাসিন্দা৷ বিরোধিতা করেননি একজনও৷
advertisement
গ্রামবাসীদের এই আত্মত্যাগের ফলেই প্রথম বার নির্বাচনে লড়ে জয়ী হন মুলায়ম৷ এটাওয়া জেলার যশবন্ত নগর কেন্দ্র থেকে ভোটে জয়ী হন তিনি৷
স্মৃতি রোমন্থন করে গ্রামের প্রবীণরা বলছেন, মুলায়মের ভাষণ শুনতে রীতিমতো ভিড় উপচে পড়ত৷ সেই সমস্ত সভায় তাঁকেএকটি ভোটের সঙ্গে একটি নোট অর্থাৎ এক টাকা অনুদান দেওয়ার জন্য গ্রামবাসীদের কাছে আবেদন জানাতেন মুলায়ম৷ একই সঙ্গে প্রতিশ্রুতি দিতেন, বিধায়ক হলে সুদ সমেত সেই টাকা ফিরিয়ে দেবেন তিনি৷ মুলায়মের এই আবেদনে আস্থাও রেখেছিলেন সাইফাইয়ের বাসিন্দারা৷ নিজেদের সাধ্যমতো মুলায়মকে আর্থিক সাহায্য করতেন তাঁরা৷
advertisement
শুধু তাই নয়, বন্ধু দর্শন সিং-এর সঙ্গে সাইকেলে চেপে ঘুরে ঘুরে মুলায়ম কীভাবে প্রচার সারতেন, সেই গল্পও এখন শোনা যাচ্ছে সাইফাইতে৷ পরে অবশ্য একটি পুরনো গাড়ি কেনেন তিনি৷ যদিও বেশিরভাগ সময়ই সেটিকে ঠেলে ঠেলে রাস্তা দিয়ে নিয়ে যেতে হত৷ সাইফাইয়ের বাসিন্দারা বলছেন, এভাবেই সংগ্রাম করে উঠে এসেছেন মুলায়ম সিং যাদব, কিন্তু কখনও হাল ছাড়েননি তাঁদের প্রিয় নেতাজি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mulayam Singh Yadav: এক বেলা না খেয়ে নেতাজিকে বিধায়ক করেছিল সেফই, শোকে ডুবে মুলায়মের পৈতৃক গ্রাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement