Mulayam Singh Yadav: মুলায়মের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা যোগীর, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য

Last Updated:

এ দিন সকালেই গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত হন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷

মুলায়মের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ৷
মুলায়মের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ৷
#লখনউ: উত্তর প্রদেশে তিনি ছিলেন সবার নেতাজি৷ রাজনৈতিক মতাদর্শগত ভাবে যতই অমিল থাক না কেন, মুলায়ম সিং যাদবকে অন্য চোখে দেখতেন উত্তর প্রদেশের বিরোধী শিবিরের নেতারাও৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর আসতেই পর পর তিনটি ট্যুইট করে স্মৃতিচারণা এবং শোকজ্ঞাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এর কিছুক্ষণের মধ্যেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, মুলায়মের মৃত্যুতে তিন দিনের সরকারি শোক পালন করা হবে রাজ্যে৷ শুধু তাই নয়, রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন যোগী আদিত্যনাথ৷
advertisement
advertisement
এ দিন সকালেই গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত হন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ মুলায়মের মৃত্যুর খবর তাঁর ছেলে এবং বিরোধী দলনেতা অখিলেশ যাদবকেও ফোন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ মুলায়মের ভাই রাম গোপাল যাদবকে ফোন করেও সমবেদনা জানান যোগী আদিত্যনাথ৷
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক৷ তিনি সমাজতন্ত্রের অন্যতম স্তম্ভ ছিলেন৷ তাঁর মৃত্যুতে সংগ্রামের একটি যুগের অবসান ঘটল৷ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, শোকস্তব্ধ পরিবার এবং সমর্থকদের আমার সমবেদনা জানাই৷'
advertisement
উত্তর প্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি৷ এটাওয়ায় মুলায়মের পৈতৃক গ্রাম সেফাইতেই আগামিকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে৷ মুলায়মের মৃ্ত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mulayam Singh Yadav: মুলায়মের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা যোগীর, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement