Mulayam Singh Yadav: মুলায়মের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা যোগীর, রাষ্ট্রীয় মর্যাদায় হবে শেষকৃত্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সকালেই গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত হন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷
#লখনউ: উত্তর প্রদেশে তিনি ছিলেন সবার নেতাজি৷ রাজনৈতিক মতাদর্শগত ভাবে যতই অমিল থাক না কেন, মুলায়ম সিং যাদবকে অন্য চোখে দেখতেন উত্তর প্রদেশের বিরোধী শিবিরের নেতারাও৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণের খবর আসতেই পর পর তিনটি ট্যুইট করে স্মৃতিচারণা এবং শোকজ্ঞাপন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এর কিছুক্ষণের মধ্যেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন, মুলায়মের মৃত্যুতে তিন দিনের সরকারি শোক পালন করা হবে রাজ্যে৷ শুধু তাই নয়, রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে বলেও জানিয়েছেন যোগী আদিত্যনাথ৷
advertisement
advertisement
এ দিন সকালেই গুরুগ্রামের হাসপাতালে প্রয়াত হন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ মুলায়মের মৃত্যুর খবর তাঁর ছেলে এবং বিরোধী দলনেতা অখিলেশ যাদবকেও ফোন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী৷ মুলায়মের ভাই রাম গোপাল যাদবকে ফোন করেও সমবেদনা জানান যোগী আদিত্যনাথ৷
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক৷ তিনি সমাজতন্ত্রের অন্যতম স্তম্ভ ছিলেন৷ তাঁর মৃত্যুতে সংগ্রামের একটি যুগের অবসান ঘটল৷ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি, শোকস্তব্ধ পরিবার এবং সমর্থকদের আমার সমবেদনা জানাই৷'
advertisement
উত্তর প্রদেশের তিন বারের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম৷ দেশের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি৷ এটাওয়ায় মুলায়মের পৈতৃক গ্রাম সেফাইতেই আগামিকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে সমাজবাদী পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে৷ মুলায়মের মৃ্ত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2022 12:41 PM IST