তার অভিশাপেই মুম্বই হামলায় প্রাণ হারান ATS প্রধান হেমন্ত করকরে, কুরুচিকর মন্তব্য সাধ্বী প্রজ্ঞার
Last Updated:
#ভোপাল: প্রচার শুরু করেই বিতর্কে জড়ালেন ভোপালের বিজেপি প্রার্থী মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ঠাকুর৷ তাঁর অভিশাপেই মুম্বই হামলায় প্রাণ হারিয়েছিলেন মাহারাষ্ট্রের সন্ত্রাসদমনকারী অফিসার হেমন্ত করকরে৷ দলীয় কর্মীদের সভায় নিজের মুখে একথা বলেন তিনি৷
এদিন সভায় ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণে তার অভিযুক্ত হওয়ার কথা বলার সময় কেঁদে ফেলন সাধ্বী প্রজ্ঞা৷ এই ঘটনায় বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহৃত হয়েছিল তাঁর বাইক৷ মুখ্য অভিযুক্ত হিসেবে গ্রেফতার হন তিনি৷ সেই সময় তিনি অভিশাপ দিয়েছিলেন মহারাষ্ট্রের এটিএস-এর মুখ্য আধিকারিক হেমন্ত করকরেকে৷ সেই অভিশাপেই মুম্বই হামলার সময় হেমন্ত প্রাণ হারিয়েছিলেন বলে দাবি করেন তিনি৷
advertisement
এদিনের সভায় সাধ্বী বলেন, তদন্ত চলাকালীন তাকে জিজ্ঞাসাবাদের সময়ই তিনি হেমন্ত বলেছিলেন তেরা সর্বনাশ হোগা৷ আমাকে গ্রেফতার করার সময় থেকেই ওর জীবনে অশুভ সময় শুরু হয়েছিল৷ ঠিক ৪৫ দিন পর মুম্বই হামলায় ওর মৃত্যু হলে অশুভ সময় শেষ হয়৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 19, 2019 1:09 PM IST