Mission Paani: নদীর ৩০% জল সমুদ্রে যাওয়া অত্যন্ত জরুরি, না হলে হতে পারে ভূমি ক্ষয়

Last Updated:

বিশ্বে সবচেয়ে বেশি ভূগর্ভস্থ জল তোলা হয় ভারতেই ৷

#নয়াদিল্লি: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে পানীয় জলের অভাবে ভুগবেন দেশের ৪০ শতাংশ মানুষ।২০২০ সালে মধ্যে দিল্লি, বেঙ্গালুরু,চেন্নাই ও হায়দরাবাদ। ২০২২ এ আরও কিছু শহর। ২০২৫ এ আরও সংখ্যাটা আরও বাড়বে। বলছে খোদ নীতি আয়োগ। তাদের রিপোর্ট বলছে, ভারতে এখন ষাট কোটি মানুষ তীব্র জলকষ্টের শিকার ৷ দেশে জলের যা চাহিদা তার ৪০ শতাংশই মেটায় ভূগর্ভস্থ জল ৷ বিশ্বে সবচেয়ে বেশি ভূগর্ভস্থ জল তোলা হয় ভারতেই ৷ এর জেরে দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ-সহ একুশটি শহরে ২০২০ সালের মধ্যে ভূগর্ভস্থ জলের ভাণ্ডার শেষ হয়ে যাবে ৷ যার জেরে চরম বিপাকে পড়বেন দশ কোটি মানুষ ৷ ২০৩০ সালের মধ্যে ভারতের জনসংখ্যার ৪০ শতাংশ আর পানীয় জলই পাবেন না ৷
জল নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে News 18 ও Harpic বেশ কয়েকদিন ধরেই মিশন পানি ক্যাম্পেন চালাচ্ছে ৷ এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সদগুরু জাগ্গী বাসুদেব ৷ এদিন আলোচনার সময় তিনি কাবেরী বেসিনের প্রসঙ্গ তুলে আনেন ৷ তিনি বলেন, ‘গত ৫০ বছরে কাবেরী অনেকটাই কমে গিয়েছে ৷’ তিনি আরও বলেন, ‘কমপক্ষে ২৫-৩০ শতাংশ জল মহাসাগরে যাওয়া উচিৎ না হলে এটা ভূমি ক্ষয়ের কারণ হয়ে উঠেতে পারে ৷ ’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mission Paani: নদীর ৩০% জল সমুদ্রে যাওয়া অত্যন্ত জরুরি, না হলে হতে পারে ভূমি ক্ষয়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement