#আহমেদাবাদা: ৮ জন করোনা রোগী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন আহমেদাবাদের একটি বেসরকারি করোনা হসাপাতালে৷ হাসপাতালের আইসিইউ-তে ওই আগুন মনে করাল ২০১১ সালের কলকাতার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডের স্মৃতি৷ আহমেদাবাদের করোনা হাসপাতালে আগুনের ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিহতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷
Saddened by the tragic hospital fire in Ahmedabad. Condolences to the bereaved families. May the injured recover soon. Spoke to CM @vijayrupanibjp Ji and Mayor @ibijalpatel Ji regarding the situation. Administration is providing all possible assistance to the affected.
— Narendra Modi (@narendramodi) August 6, 2020
আহমেদাবাদের নবরঙ্গপুরা এলাকায় ওই বেসরকারি হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুন লাগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টে নাগাদ৷ জানা যাচ্ছে, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে৷
Deeply anguished by the loss of lives due to a tragic fire accident at a hospital in Ahmedabad. My condolences and thoughts are with the affected families in this hour of grief. Praying for the speedy recovery of those injured.
— Amit Shah (@AmitShah) August 6, 2020
অগ্নিদগ্ধ হয়ে মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৩ জন মহিলা৷ এঁরা প্রত্যেকেই করোনা সংক্রমণ নিয়ে আইসিইউ-তে চিকিত্সাধীন ছিলেন৷ ৩৫ জন রোগীকে উদ্ধার করা গিয়েছে৷ তাঁদের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে৷
ঘটনার পরে গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ও আহমেদাবাদের মেয়র বৈজল প্যাটেলের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী৷ খোঁজ নিয়েছেন পরিস্থিতি নিয়ে৷