Sachin Pilot: সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন পাইলট, রাজস্থানে ভাঙনের মুখে কংগ্রেস? নজর ১১ জুনে

Last Updated:

২০১৮ সালে রাজস্থানে কংগ্রেস সরকার গড়ার পর থেকেই এই বিবাদ বার বার সামনে এসেছে৷

সচিন পাইলটকে ধরে রাখতে পারবে কংগ্রেস? ছবি- পিটিআই
সচিন পাইলটকে ধরে রাখতে পারবে কংগ্রেস? ছবি- পিটিআই
জয়পুর: কংগ্রেসের কর্ণাটক বিজয়ের পর একমাসও কাটেনি৷ জয়ের রেশ মিলিয়ে যেতে না যেতেই যাবতীয় নজর ঘুরে গিয়েছে রাজস্থানে৷ কারণ একাধিক সংবাদমাধ্যমের দাবিকে বিশ্বাস করলে, এবার কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন রাজস্থানে দলের অন্যতম ভরসার মুখ সচিন পাইলট৷
তবে সচিন পাইলট কংগ্রেস ছাড়লেও বিজেপি-তে যোগ দেবেন না বলেই দাবি করা হচ্ছে৷ বরং শতাব্দী প্রাচীন দল ছেড়ে রাজস্থানে তিনি নিজের নতুন দলের ঘোষণা করতে পারেন বলে খবর৷ আগামী সপ্তাহেই সচিন পাইলটের পরবর্তী পদক্ষেপ আরও স্পষ্ট হবে বলেই মনে করা হচ্ছে৷
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিবাদ নতুন কিছু নয়৷
advertisement
advertisement
২০১৮ সালে রাজস্থানে কংগ্রেস সরকার গড়ার পর থেকেই এই বিবাদ বার বার সামনে এসেছে৷ এমন কি, ২০২০ সালে পাইলটকে রাজস্থানে দলের সভাপতি এবং উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর পরে বিদ্রোহের পথে হেঁটেছিলেন পাইলট৷ শেষ পর্যন্ত কোনওক্রমে তাঁকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেন রাহুল গান্ধিরা৷ তবে এবার পাইলটের ধৈর্যের বাঁধ ভেঙেছে বলেই খবর৷
advertisement
রাজস্থানে চলতি বছরেই বিধানসভা নির্বাচন৷ কর্ণাটকে জয়ের পর রাজস্থান এবং মধ্যপ্রদেশে নতুন উদ্যমে ঝাঁপানোর কথা ভাবছিল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব৷ সেখানে এখন তাঁদের সামনে পাইলটকে দলে ধরে রাখাই প্রধান চ্যালেঞ্জ৷
মঙ্গলবার পাইলট নিজের অনড় মনোভাবের ইঙ্গিত দিয়ে সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়ে দিয়েছেন, নিজের দাবি থেকে তিনি সরে আসবেন না৷ পূর্বতন বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপ সহ যে যে দাবিগুিল তিনি তুলেছেন, সে সম্পর্কে দলের হাইকম্যান্ড কী সিদ্ধান্ত নেয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন তিনি৷
advertisement
পাইলট ঘনিষ্ঠ নেতাদের অবশ্য দাবি, কোনও পদ নয়৷ নৈতিকতার প্রশ্নেই নিজের দাবিগুলি তুলেছেন পাইলট৷ কেন বিজেপি সরকারের আমলের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে না, সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত হবে না, এই প্রশ্নগুলি দলের শীর্ষ নেতৃত্বের সামনে তুলেছেন তিনি৷
রাজস্থান সহ দিল্লির রাজনীতিতে এখন জোর চর্চা, আগামী ১১ জুন সম্ভবত নিজের নতুন দলের ঘোষণা করতে চলেছেন সচিন পাইলট৷ যদিও এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন রাজস্থানের কংগ্রেস সভাপতি সুখবিন্দর সিং রানধওয়া৷
advertisement
রাজস্থানের দৌসায় সচিন পাইলটের বাবা প্রয়াত রাজেশ পাইলটের মৃত্যুবার্ষিকীর প্রস্তুতি এখন তুঙ্গে৷ রাজস্থানের মন্ত্রী এবং পাইলট ঘনিষ্ঠ নেতা মুরারি লাল মীনা সেই প্রস্তুতির তদারকি করছেন৷ তাঁরও দাবি, পাইলট নতুন দল করছেন এমন জল্পনার কোনও ভিত্তি তাঁর জানা নেই৷
সংবাদসংস্থা পিটিআই-এর দাবি, অশোক গেহলট এবং সচিন পাইলটকে মুখোমুখি বসিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধি গত ২৯ মে দুই নেতার মধ্যে বিবাদ মেটানোর যে চেষ্টা করেছিলেন, তা ব্যর্থ হয়েছে৷ কারণ দু জনের মধ্যে সংঘাতের মূল বিষয়গুলিরই কোনও নিষ্পত্তি হয়নি সেই বৈছকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sachin Pilot: সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন পাইলট, রাজস্থানে ভাঙনের মুখে কংগ্রেস? নজর ১১ জুনে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement