Damayanti Sen: কলকাতা পুলিশ থেকে সরানো হল হলেন দময়ন্তী সেনকে! রুটিন বদলি, দাবি সরকার সূত্রের

Last Updated:

অতীতে পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তেই শিরোণামে উঠে এসেছিলেন দময়ন্তী সেন৷ সেই সময় তিনিই প্রথম জোরের সঙ্গে বলেছিলেন, পার্ক স্ট্রিটের ওই ঘটনায় গণধর্ষণের শিকার হয়েছেন নির্যাতিতা৷

রাজ্য পুলিশে বদলি করা হল দময়ন্তী সেনকে৷
রাজ্য পুলিশে বদলি করা হল দময়ন্তী সেনকে৷
কলকাতা: ফের বদলি করা হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে৷ কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার ২ পদে কর্মরত ছিলেন দময়ন্তী সেন৷ তাঁকে রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে বদলি করা হয়েছে৷ সংশ্লিষ্ট মহলের মতে, দময়ন্তীকে যে পদে পাঠানো হল তা তাঁর বর্তমান পদের তুলনায় অনেকটাই গুরুত্বহীন৷
যদিও দময়ন্তী সেনের এই বদলির মধ্যে অন্য কোনও তাৎপর্য নেই বলেই সরকারের শীর্ষ স্তরের স্তরের দাবি৷ রাজ্য সরকার সূত্রে খবর, দময়ন্তী সেনকে রুটিন বদলি করা হয়েছে৷
advertisement
অতীতে পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তেই শিরোণামে উঠে এসেছিলেন দময়ন্তী সেন৷ সেই সময় তিনিই প্রথম জোরের সঙ্গে বলেছিলেন, পার্ক স্ট্রিটের ওই ঘটনায় গণধর্ষণের শিকার হয়েছেন নির্যাতিতা৷ সেই সময় তদন্তকারী অফিসার হিসেবে প্রভাবশালী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রশংসা কুড়িয়েছিলেন এই আইপিএস অফিসার৷
advertisement
ওই ঘটনার পর থেকেই দময়ন্তীর উপরে একাধিকবার আস্থা রেখেছে আদালতও৷ কাকদ্বীপে জোড়া খুন, মাটিয়া, মালদহ, বাঁশদ্রোণী, দেগঙ্গার চারটি ধর্ষণের ঘটনাতেও গত বছর দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ সম্প্রতি কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দময়ন্তীর নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ফলে আচমকা দময়ন্তীর এই বদলিতে ফের পুলিশ, প্রশাসনের শীর্ষ স্তরেও শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
সরকারি যে আদেশনামায় দময়ন্তী সেনের বদলির নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র তাঁকেই বদলির নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্য কোনও আইপিএস অথবা সিনিয়র অফিসারের নাম ওই তালিকায় নেই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Damayanti Sen: কলকাতা পুলিশ থেকে সরানো হল হলেন দময়ন্তী সেনকে! রুটিন বদলি, দাবি সরকার সূত্রের
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement