Damayanti Sen: কলকাতা পুলিশ থেকে সরানো হল হলেন দময়ন্তী সেনকে! রুটিন বদলি, দাবি সরকার সূত্রের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
অতীতে পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তেই শিরোণামে উঠে এসেছিলেন দময়ন্তী সেন৷ সেই সময় তিনিই প্রথম জোরের সঙ্গে বলেছিলেন, পার্ক স্ট্রিটের ওই ঘটনায় গণধর্ষণের শিকার হয়েছেন নির্যাতিতা৷
কলকাতা: ফের বদলি করা হল আইপিএস অফিসার দময়ন্তী সেনকে৷ কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার ২ পদে কর্মরত ছিলেন দময়ন্তী সেন৷ তাঁকে রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে বদলি করা হয়েছে৷ সংশ্লিষ্ট মহলের মতে, দময়ন্তীকে যে পদে পাঠানো হল তা তাঁর বর্তমান পদের তুলনায় অনেকটাই গুরুত্বহীন৷
যদিও দময়ন্তী সেনের এই বদলির মধ্যে অন্য কোনও তাৎপর্য নেই বলেই সরকারের শীর্ষ স্তরের স্তরের দাবি৷ রাজ্য সরকার সূত্রে খবর, দময়ন্তী সেনকে রুটিন বদলি করা হয়েছে৷
advertisement
অতীতে পার্ক স্ট্রিট কাণ্ডের তদন্তেই শিরোণামে উঠে এসেছিলেন দময়ন্তী সেন৷ সেই সময় তিনিই প্রথম জোরের সঙ্গে বলেছিলেন, পার্ক স্ট্রিটের ওই ঘটনায় গণধর্ষণের শিকার হয়েছেন নির্যাতিতা৷ সেই সময় তদন্তকারী অফিসার হিসেবে প্রভাবশালী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রশংসা কুড়িয়েছিলেন এই আইপিএস অফিসার৷
advertisement
ওই ঘটনার পর থেকেই দময়ন্তীর উপরে একাধিকবার আস্থা রেখেছে আদালতও৷ কাকদ্বীপে জোড়া খুন, মাটিয়া, মালদহ, বাঁশদ্রোণী, দেগঙ্গার চারটি ধর্ষণের ঘটনাতেও গত বছর দময়ন্তী সেনের নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ সম্প্রতি কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনায় দময়ন্তীর নজরদারিতে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ ফলে আচমকা দময়ন্তীর এই বদলিতে ফের পুলিশ, প্রশাসনের শীর্ষ স্তরেও শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
সরকারি যে আদেশনামায় দময়ন্তী সেনের বদলির নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র তাঁকেই বদলির নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্য কোনও আইপিএস অথবা সিনিয়র অফিসারের নাম ওই তালিকায় নেই৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 11:03 PM IST