সবরীমালা মন্দিরে প্রবেশের জন্য অভিনব প্রতিবাদ ! ৬২০ কিলোমিটার লম্বা মানব-প্রাচীর গড়বেন মহিলারা
Last Updated:
#তিরুঅনন্তপুরম: সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ কিন্তু কেরল সরকারের শত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ৷ এখনও পর্যন্ত কোনও মহিলা সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারেননি ৷ অবশেষে, এর প্রতিবাদ জানাতে পথে নামছেন মহিলারাই ৷ মঙ্গলবার কেরলের কয়েক লক্ষ মহিলা হাতে হাত ধরে প্রায় ৬২০ কিলোমিটার লম্বা মানব-প্রাচীর তৈরি করবেন ৷
কেরলের উত্তরে কাসোরগড় থেকে দক্ষিণে তিরুঅনন্তপুরম পর্যন্ত তৈরি হবে এই মানব প্রাচীর ৷ কাসোরগড়ে মিছিলের নেতৃত্বে থাকবেন স্বাস্থমন্ত্রী কেকে শ্যালজা ৷ অন্যদিকে, তিরুঅনন্তপুরমে মানব প্রাচীরের শেষে থাকবেন বৃন্দা কারাত ৷
মঙ্গলবার বিকেল ৩টে থেকে শুরু হবে এই কার্যক্রম ৷ এই মানব-প্রাচীরের সফলতা নিশ্চিত করতে বিভিন্ন স্তরে বৈঠক করবেন মহিলারা ৷
advertisement
advertisement
এই ঘটনা প্রসঙ্গে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, জাত-পাত ভুলে গিয়ে রাজ্যের সমস্ত মহিলাই এতে সামিল হবেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2019 11:57 AM IST