ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন, ক্ষতিগ্রস্ত আপনি-আমি . . .

Last Updated:

ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন ৷ বৃহস্পতিবার ডলারের তুলনায় টাকার দাম ৬৯.১০ টাকা হয়েছে ৷ টাকার দাম এর আগে কখনও এমন তলানিতে ঠেকেনি ৷

#নয়াদিল্লি: ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন ৷ বৃহস্পতিবার ডলারের তুলনায় টাকার দাম ৬৯.১০ টাকা হয়েছে ৷ টাকার দাম এর আগে কখনও এমন তলানিতে ঠেকেনি ৷ তবে অনুমান করা হচ্ছে সম্প্রতি টাকার দামের স্লাইডের মান বৃদ্ধি শুরু করা হবে, এরফলে বাড়বে ব্যক্তিগত ব্যয় ও পারিবারিক বাজেট ৷
Rupee
টাকার রেকর্ড দাম পতনের অন্যতম কারণ লাগাতার মূল্য বৃদ্ধি প্রেট্রোপণ্য সহ কীটনাশক সার, ওষুধপত্র আরও অন্যান্য দ্রব্যের আমদানিজাত দ্রব্যের জন্যই প্রতিনিয়ত দাম বাড়ার জন্যই টাকার দামের রেকর্ড পতন ৷ যদি এই সামগ্রীর মধ্যে কোনটাই সরাসরি আমাদের ভোগে লাগেনা কিন্তু অর্থনীতিতে এর প্রভাবে সরাসরি না হলেও ঘুরপথে পড়ে ৷
advertisement
advertisement
উদাহরণ সরূপ বলা যদি যায় আমদানিকৃত অপরিশোধিত তেলের ৭০ শতাংশ আমরা খেয়ে থাকি, ব্য়বহার করে থাকি ৷ টাকা দুর্বল হতে থাকলে তার প্রভাব পেট্রোল-ডিজেলের দামের ওপরেও পড়তে থাকে ৷ অগ্নিমূল্য জ্বালানির দাম আরও বাড়ার সম্ভাবনা থাকে ৷
advertisement
এছাড়াও সরাসরি এর প্রভাব লক্ষ করা যায় এফসিজি অথবা ফার্স্ট মুভিং কনজিউমার গুডস-এর ওপর ৷ এই দ্রব্য়গুলি - স্নানের সাবান, জামাকাপড় কাচার সাবান, সুগন্ধি, শ্যাম্পু অপরিশোধিত তেলের দাম এর ফলে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ মনে করছেন অর্থনীতিবিদেরা ৷
স্পষ্ট প্রভাব পড়বে এডুকেশনাল লোনের ওপরেও, কেননা পড়ুয়ারা ব্যাঙ্ক থেকে যে টাকা থেকে ঋণ নিয়ে থাকেন বিদেশি ডিগ্রী অর্জনের জন্য ব্যয় করার সময়ে তা বিদেশি মুদ্রায় পরিণত হয়ে থাকে ৷ ফলে পেয়ে থাকা ঋণের পরিমাণের থেকে বেশি টাকা খরচ করতে হয় পড়ুয়াদের বা তাঁদের অভিভাবকদের ৷ বিদেশি আমদানি ক্ষেত্রেও এর প্রভাব পড়বে সরাসরি, মূল্যবৃদ্ধি হলেও বেতন সেই হারে মোটেই বাড়ে না ৷ টাকার দাম কমতে থাকায় বিদেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও বেশি খরচে সম্মুখীন হতে হয় মানুষকে ৷ বিমানযাত্রার খরচ বাড়ে ৷ বাড়ে জ্বালানির সার চার্জ ৷
advertisement
সব ক্ষেত্রেই বিপুল খরচের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে বিলাসবহুল আমদানিজাত দ্রব্যের দাম হয়ে ওঠে আকাশছোঁয়া ৷ জিনিসপত্রের আকাশছোঁয়া দামে কার্যত খাবি খাওয়ার মত পরিস্থিতিতে পৌঁছে যায় সাধারণ মানুষ ৷ সেই রেশ প্রতিটি ক্ষেত্রেই সরাসরি চোখে পড়ে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন, ক্ষতিগ্রস্ত আপনি-আমি . . .
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement