ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন, ক্ষতিগ্রস্ত আপনি-আমি . . .
Last Updated:
ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন ৷ বৃহস্পতিবার ডলারের তুলনায় টাকার দাম ৬৯.১০ টাকা হয়েছে ৷ টাকার দাম এর আগে কখনও এমন তলানিতে ঠেকেনি ৷
#নয়াদিল্লি: ডলারের তুলনায় টাকার দামের রেকর্ড পতন ৷ বৃহস্পতিবার ডলারের তুলনায় টাকার দাম ৬৯.১০ টাকা হয়েছে ৷ টাকার দাম এর আগে কখনও এমন তলানিতে ঠেকেনি ৷ তবে অনুমান করা হচ্ছে সম্প্রতি টাকার দামের স্লাইডের মান বৃদ্ধি শুরু করা হবে, এরফলে বাড়বে ব্যক্তিগত ব্যয় ও পারিবারিক বাজেট ৷
টাকার রেকর্ড দাম পতনের অন্যতম কারণ লাগাতার মূল্য বৃদ্ধি প্রেট্রোপণ্য সহ কীটনাশক সার, ওষুধপত্র আরও অন্যান্য দ্রব্যের আমদানিজাত দ্রব্যের জন্যই প্রতিনিয়ত দাম বাড়ার জন্যই টাকার দামের রেকর্ড পতন ৷ যদি এই সামগ্রীর মধ্যে কোনটাই সরাসরি আমাদের ভোগে লাগেনা কিন্তু অর্থনীতিতে এর প্রভাবে সরাসরি না হলেও ঘুরপথে পড়ে ৷
advertisement
advertisement
উদাহরণ সরূপ বলা যদি যায় আমদানিকৃত অপরিশোধিত তেলের ৭০ শতাংশ আমরা খেয়ে থাকি, ব্য়বহার করে থাকি ৷ টাকা দুর্বল হতে থাকলে তার প্রভাব পেট্রোল-ডিজেলের দামের ওপরেও পড়তে থাকে ৷ অগ্নিমূল্য জ্বালানির দাম আরও বাড়ার সম্ভাবনা থাকে ৷
advertisement
এছাড়াও সরাসরি এর প্রভাব লক্ষ করা যায় এফসিজি অথবা ফার্স্ট মুভিং কনজিউমার গুডস-এর ওপর ৷ এই দ্রব্য়গুলি - স্নানের সাবান, জামাকাপড় কাচার সাবান, সুগন্ধি, শ্যাম্পু অপরিশোধিত তেলের দাম এর ফলে আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে ৷ মনে করছেন অর্থনীতিবিদেরা ৷
স্পষ্ট প্রভাব পড়বে এডুকেশনাল লোনের ওপরেও, কেননা পড়ুয়ারা ব্যাঙ্ক থেকে যে টাকা থেকে ঋণ নিয়ে থাকেন বিদেশি ডিগ্রী অর্জনের জন্য ব্যয় করার সময়ে তা বিদেশি মুদ্রায় পরিণত হয়ে থাকে ৷ ফলে পেয়ে থাকা ঋণের পরিমাণের থেকে বেশি টাকা খরচ করতে হয় পড়ুয়াদের বা তাঁদের অভিভাবকদের ৷ বিদেশি আমদানি ক্ষেত্রেও এর প্রভাব পড়বে সরাসরি, মূল্যবৃদ্ধি হলেও বেতন সেই হারে মোটেই বাড়ে না ৷ টাকার দাম কমতে থাকায় বিদেশে ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও বেশি খরচে সম্মুখীন হতে হয় মানুষকে ৷ বিমানযাত্রার খরচ বাড়ে ৷ বাড়ে জ্বালানির সার চার্জ ৷
advertisement
সব ক্ষেত্রেই বিপুল খরচের সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী থেকে বিলাসবহুল আমদানিজাত দ্রব্যের দাম হয়ে ওঠে আকাশছোঁয়া ৷ জিনিসপত্রের আকাশছোঁয়া দামে কার্যত খাবি খাওয়ার মত পরিস্থিতিতে পৌঁছে যায় সাধারণ মানুষ ৷ সেই রেশ প্রতিটি ক্ষেত্রেই সরাসরি চোখে পড়ে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 28, 2018 2:38 PM IST