Rupee vs Dollar : টাকার রেকর্ড পতন! সোমবার সর্বকালের সর্বনিম্ন দর দেখল রুপি, এক ডলারে এখন কত টাকা দিতে হবে দেখে নিন

Last Updated:

Dollar vs Rupee : সোমবার ভারতীয় টাকা মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তর ৯০.৮০ এ নেমে আসে ৯০.৭৪ (প্রাথমিক) এ স্থিত হয়।

News18
News18
কলকাতা : সোমবার ভারতীয় টাকা মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সর্বনিম্ন স্তর ৯০.৮০ এ নেমে আসে ৯০.৭৪ (প্রাথমিক) এ স্থিত হয়। রুপির এই পতনকে প্রভাবিত করেছে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তা এবং বিদেশী তহবিলের ধারাবাহিক বহির্গমন।
ইন্টারব্যাঙ্ক ফরেন এক্সচেঞ্জে রুপি মার্কিন ডলারের বিপরীতে ৯০.৫৩ দিয়ে খোলে এবং পরে দিনে সর্বনিম্ন স্তর ৯০.৮০ এ নেমে আসে, যা আগের বন্ধের তুলনায় ৩১ পয়সা কম। শেষ পর্যন্ত রুপির মান স্থিত হয় ৯০.৭৪ (প্রাথমিক), যা নতুন সর্বকালের ন্যূনতম রেকর্ড। শুক্রবার রুপির মান ১৭ পয়সা হ্রাস পেয়ে ৯০.৪৯ এ বন্ধ হয়েছিল, যা তখনকার রেকর্ডে ন্যূনতম ছিল।
advertisement
এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে এইচডিএফসি সিকিউরিটিজের রিসার্চ বিশ্লেষক দিলীপ পারমার বলেন, এশিয়ার অন্যান্য মুদ্রার মধ্যে ভারতীয় রুপি সবচেয়ে খারাপ পারফর্ম করেছে। ভারতীয় রুপি রেকর্ড সর্বনিম্নে নেমেছে, যা এটিকে এশিয়ার মুদ্রার মধ্যে সবচেয়ে খারাপ পারফর্মার করে তুলেছে। যদিও বাণিজ্য ভারসাম্য প্রত্যাশার চেয়ে ভাল ছিল, রুপির মান সমর্থন পায়নি।”
advertisement
আরও পড়ুন- দেশে কি আদৌ চার দিনের কর্মসপ্তাহ এবং তিন দিনের ছুটির ব্যবস্থা বাস্তবায়িত হবে?
বিশেষজ্ঞদের মত, ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থা, বিদেশি বিনিয়োগকারীদের লাগাতার শেয়ার ও বন্ড বিক্রির চাপ রুপিকে দুর্বল করে তুলেছে। এদিকে, সোমবার রুপির পতন আরও তলানিতে ঠেকতে পারত বলে মত বিশ্লেষকদের। যদিও রিজ়ার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক পদক্ষেপের কারণে আরও বড় পতন এড়ানো সম্ভব হয়েছে বলে জানান অনেকে। উল্লেখ্য, ডলার সূচক এই মাসে প্রায় ১.১ শতাংশ কমলেও রুপি তার সুবিধা নিতে পারেনি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rupee vs Dollar : টাকার রেকর্ড পতন! সোমবার সর্বকালের সর্বনিম্ন দর দেখল রুপি, এক ডলারে এখন কত টাকা দিতে হবে দেখে নিন
Next Article
advertisement
CPIM: মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
মহিলাদের কাজ শুধু স্বামীর শয্যাসঙ্গিনী হওয়া! কেরলের সিপিএম নেতার মন্তব্যে নিন্দার ঝড়
  • কেরলের সিপিআইএম নেতার বিতর্কিত মন্তব্য৷

  • মহিলাদের কাজ শুধু স্বামীদের শয্যাসঙ্গিনী হওয়া, দাবি সিপিএম নেতার৷

  • বিতর্কিত সিপিএম নেতা সৈয়দ আলি মাজিদ৷

VIEW MORE
advertisement
advertisement