Mohan Bhagwat Yogi Adityanath meeting: লোকসভা ভোটের ফলের পর এই প্রথম, শনিবার যোগী-ভগবৎ সাক্ষাৎ! জল্পনা তুঙ্গে

Last Updated:

লোকসভা নির্বাচনে এবার উত্তর প্রদেশেই সবথেকে বড় ধাক্কা খেয়েছে বিজেপি৷

শনিবার যোগী ভগবৎ সাক্ষাৎ৷
শনিবার যোগী ভগবৎ সাক্ষাৎ৷
গোরক্ষপুর : লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ধাক্কা খাওয়ার পর আরএসএস প্রধান মোহন ভগবৎ মন্তব্য করেন, প্রকৃত সেবক তিনিই যে সম্মানের সঙ্গে মানুষের সেবা করেন৷ আরএসএস প্রধানের এই মন্তব্যে তুমুল জল্পনা শুরু হয়েছিল৷ এই পরিস্থিতিতে আগামিকাল শনিবার লোকসভা ভোটের ফল বেরনোর পর প্রথমবার মোহন ভগবতের সঙ্গে বৈঠক হতে চলেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের৷ যে বৈঠককে ঘিরেও রাজনৈতিক মহল এবং বিজেপির অন্দরেও প্রবল কৌতূহল তৈরি হয়েছে৷
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এবার উত্তর প্রদেশেই সবথেকে বড় ধাক্কা খেয়েছে বিজেপি৷ ২০১৯ সালে যেখানে উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা ছিল ৬২, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৩৩-এ৷ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট জয়ী হয়েছে ৪৩টি আসনে৷ ফলে ভগবৎ-যোগী বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷
advertisement
advertisement
পাঁচ দিনের সফরে উত্তর প্রদেশের গোরক্ষপুরে পৌঁছেছেন আরএসএস প্রধান৷ শনিবার প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সরকারি প্রকল্পের অগ্রগতি দেখতে সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তার পরই দুজনের বৈঠক হওয়ার কথা৷ গোরক্ষপুর যোগীর নিজের জেলা বলেই পরিচিত৷
বৃহস্পতিবার গোরক্ষপুরে আরএসএস-এর একটি শিবিরে অংশ নেন মোহন ভগবৎ৷ ওই শিবিরে কাশী, কানপুর, গোরক্ষপুর সহ উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে আরএসএস-এর প্রায় ২৮০ জন ক্যাডারও অংশ নিয়েছিলেন৷ ওই শিবিরে দেশের রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি এবং সঙ্ঘের বিস্তার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মোহন ভগবৎ৷
advertisement
গত সোমবার নাগপুরে আরএসএস-এর একটি প্রশিক্ষণ শিবিরেও মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভগবৎ৷ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে সেখানেও তিনি বলেন, মণিপুর সমস্যার সমাধান করাই এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mohan Bhagwat Yogi Adityanath meeting: লোকসভা ভোটের ফলের পর এই প্রথম, শনিবার যোগী-ভগবৎ সাক্ষাৎ! জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement