Mohan Bhagwat Yogi Adityanath meeting: লোকসভা ভোটের ফলের পর এই প্রথম, শনিবার যোগী-ভগবৎ সাক্ষাৎ! জল্পনা তুঙ্গে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লোকসভা নির্বাচনে এবার উত্তর প্রদেশেই সবথেকে বড় ধাক্কা খেয়েছে বিজেপি৷
গোরক্ষপুর : লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপি ধাক্কা খাওয়ার পর আরএসএস প্রধান মোহন ভগবৎ মন্তব্য করেন, প্রকৃত সেবক তিনিই যে সম্মানের সঙ্গে মানুষের সেবা করেন৷ আরএসএস প্রধানের এই মন্তব্যে তুমুল জল্পনা শুরু হয়েছিল৷ এই পরিস্থিতিতে আগামিকাল শনিবার লোকসভা ভোটের ফল বেরনোর পর প্রথমবার মোহন ভগবতের সঙ্গে বৈঠক হতে চলেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের৷ যে বৈঠককে ঘিরেও রাজনৈতিক মহল এবং বিজেপির অন্দরেও প্রবল কৌতূহল তৈরি হয়েছে৷
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে এবার উত্তর প্রদেশেই সবথেকে বড় ধাক্কা খেয়েছে বিজেপি৷ ২০১৯ সালে যেখানে উত্তর প্রদেশে বিজেপির আসন সংখ্যা ছিল ৬২, সেখানে এবার তা কমে দাঁড়িয়েছে ৩৩-এ৷ কংগ্রেস এবং সমাজবাদী পার্টির জোট জয়ী হয়েছে ৪৩টি আসনে৷ ফলে ভগবৎ-যোগী বৈঠক আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷
advertisement
advertisement
পাঁচ দিনের সফরে উত্তর প্রদেশের গোরক্ষপুরে পৌঁছেছেন আরএসএস প্রধান৷ শনিবার প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এবং সরকারি প্রকল্পের অগ্রগতি দেখতে সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তার পরই দুজনের বৈঠক হওয়ার কথা৷ গোরক্ষপুর যোগীর নিজের জেলা বলেই পরিচিত৷
বৃহস্পতিবার গোরক্ষপুরে আরএসএস-এর একটি শিবিরে অংশ নেন মোহন ভগবৎ৷ ওই শিবিরে কাশী, কানপুর, গোরক্ষপুর সহ উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে আরএসএস-এর প্রায় ২৮০ জন ক্যাডারও অংশ নিয়েছিলেন৷ ওই শিবিরে দেশের রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি এবং সঙ্ঘের বিস্তার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন মোহন ভগবৎ৷
advertisement
গত সোমবার নাগপুরে আরএসএস-এর একটি প্রশিক্ষণ শিবিরেও মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভগবৎ৷ তাৎপর্যপূর্ণ মন্তব্য করে সেখানেও তিনি বলেন, মণিপুর সমস্যার সমাধান করাই এই মুহূর্তে অগ্রাধিকার হওয়া উচিত৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 9:30 PM IST