মহিলাদের মন্দিরে প্রবেশাধিকারে সমর্থন RSS-এর
Last Updated:
মহিলাদের মন্দিরে প্রবেশ নিয়ে বেশ কয়েকদিন ধরেই দেশজুড়ে চলছে বির্তক ৷ এবার সেই বিষয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে ৷ তারা জানান মহিলাদেরও সমান অধিকার রয়েছে মন্দিরে ঢোকার ৷ যে প্রথা মহিলাদের মন্দিরের প্রবেশ অধিকারে নিষেধাজ্ঞা জারির করে তাকে তারা সমর্থন জানান না ৷ সঙ্ঘে তরফে জানানো হয়েছে এই সমস্ত প্রথা অন্যায্য ৷ শনিবার নাগড়ে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় এমনই মন্তব্য করা হয় সঙ্ঘের তরফে ৷ RSS-এর জাতীয় সম্পাদক ভাইয়াজী যোশী তাঁর ভাষণে জানান প্রথা বা ঐতিহ্যের দোহাই দিয়ে অনেক জায়গায় মবিলাদের মন্দিরে প্রবেশ করার অধিকার দেওয়া হয় না ৷ তবে এই প্রথা অন্যায় ৷ এদিনের আলোচনার মাধ্যমে মানুষের চিন্তাধারায় পরিবর্তন আহ্বান জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি তিনি আরও জানান যো এই ধরণের স্পর্শকাতর বিষয় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় ৷
#যোধপুর: মহিলাদের মন্দিরে প্রবেশ নিয়ে বেশ কয়েকদিন ধরেই দেশজুড়ে চলছে বির্তক ৷ এবার সেই বিষয়ে মুখ খুলল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ৷ মহিলাদেরও সমান অধিকার রয়েছে মন্দিরে ঢোকার এমনই দাবি জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ৷ যে প্রথা মহিলাদের মন্দিরের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে তাকে RSS সমর্থন জানায় না ৷ এই সমস্ত প্রথা অন্যায্য ৷ শনিবার নাগড়ে অখিল ভারতীয় প্রতিনিধি সভায় এমনই মন্তব্য করা হয় সঙ্ঘের তরফে ৷ RSS-এর জাতীয় সম্পাদক ভাইয়াজী যোশী তাঁর ভাষণে জানান প্রথা বা ঐতিহ্যের দোহাই দিয়ে অনেক জায়গায় মহিলাদের মন্দিরে প্রবেশ করার অধিকার দেওয়া হয় না ৷ তবে এই প্রথা অন্যায় ৷ এদিনের আলোচনার মাধ্যমে মানুষের চিন্তাধারায় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি ৷ পাশাপাশি তিনি আরও জানান যে এই ধরণের স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2016 3:32 PM IST